নগর পরিবেশ শহরে অত্যধিক চাপ সৃষ্টি করে-
i. জ্বালানির ওপর
ii. বজ্য ব্যবস্থার ওপর
iii. পানীয় জল সরবরাহের ওপর
নিচের কোনটি সঠিক?
দেশে অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের ওপর মারাত্মক বিপর্যয় ঘটে
i. বায়ু দূষণের কারণে
ii. পানি দূষণের কারণে
iii. দ্রুত জনসংখ্যার কারণে
অপুষ্টিজনিত সমস্যার মূল কারণ-
i. খাদ্যের গুণগতমানের অভাব
ii. শিক্ষিত জনগোষ্ঠীর অভাব
iii. স্বাস্থ্যনীতির অভাব
বর্তমানে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চলছে
i. সৌর শক্তিকে বিকল্প হিসেবে ধরে
ii. জ্বালানি শক্তিকে বিকল্প হিসেবে ধরে
iii. নবায়নযোগ্য শক্তিকে বিকল্প হিসেবে ধরে
কীসের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের লোকের সাথে সহজেই যোগাযোগ করা যায়?
রহিম ফেসবুকে সারাক্ষণ সময় কাটানোর ফলে প্রায়শই বাবা- মার কথা অমান্য করে। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে তার মধ্যে কী দেখা যাছে?
সুমনের ভালো ফলাফলের পেছনে ইন্টারনেটের যথেষ্ট ভূমিকা রয়েছে। সুমনের এই ভালো ফলাফলের জন্য কোনটির প্রভাব লক্ষণীয়?
সাম্প্রতিককালে সমাজজীবনে তথ্য প্রযুক্তির গুরুত্ব ও তাৎপর্য বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে কেন?
নিচের কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে বিবেচিত?
সমাজের কয়টি সংগঠনের ওপর তথ্য ও প্রযুক্তির প্রভাব পড়ে?
প্রযুক্তি প্রত্যয়টি কয়টি অর্থে ব্যবহৃত হয়ে থাকে?
যন্ত্রপাতি তৈরির কৌশল, কারুশিল্পে ব্যক্তিগত নৈপুণ্যের কৌশল প্রভৃতির সম্মিলিত জ্ঞানকে কী বলে?
তথ্য প্রযুক্তির বিকাশ ঘটে কখন?
প্রযুক্তি বলা হয়
i. শক্তি ও পদার্থের উৎসকে
ii. বৈজ্ঞানিক সূত্রাদির আবিষ্কারসমূহকে
iii. দ্রব্য ও সেবা উৎপাদন বিষয়ক জ্ঞানকে
তথ্য-প্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে
i. কম্পিউটারের সহায়তায়
ii. ইন্টারনেটের সহায়তায়
iii. সাবমেরিন ক্যাবলের সহায়তায়
তথ্য প্রযুক্তি সহায়তা করে যেকোনো
i. সংবাদ পরিবর্তনে
ii. তথ্য তৈরিতে
iii. সংবাদ সংরক্ষণে
তথ্য প্রযুক্তির উন্নতি
i. সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করে
ii. সামাজিক মনোভাবকে প্রভাবিত করে
iii. প্রথা বা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে
তথ্য প্রযুক্তি শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে
i. বিজ্ঞাপন চিত্র দেখে
ii. রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনী সম্পর্কে জানতে পেরে
iii. জনপ্রিয় সিনেমা দেখে
বিশ্বায়নের প্রথম তাত্ত্বিক কে?
নিচের কোনটি আন্তর্জাতিক বাণিজ্যকে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে?