জন্মগতভাবে রক্ত সম্পর্কের ভিত্তিতে কোন জ্ঞাতিসম্পর্কের সৃষ্টি হয়?
আত্মীয়স্বজন, জ্ঞাতিগোষ্ঠীর সদস্য এবং ঘনিষ্ঠ নিকটজনের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কী বলা হয়?
Kin' শব্দের অর্থ কী?
কোনো মহিলা বা পুরুষ তার শ্বশুর-শাশুড়ি এবং শ্বশুর-শাশুড়ি পক্ষের জ্ঞাতিদের সাথে কোন বন্ধনে সম্পর্কযুক্ত ?
বাংলাদেশের সমাজে কয়ভাবে প্রথাগত জ্ঞাতিসম্পর্ক স্থাপিত হয়?
দোস্ত, মিতা, সই কোন ধরনের জ্ঞাতিসম্পর্ক?
সম্বোধনের দিক থেকে জ্ঞাতিসম্পর্ক কয় প্রকার?
শ্রেণি ও বর্ণনামূলক জ্ঞাতির ধারণা দিয়েছেন-
কোনটি সমাজের বিভিন্ন মানুষকে সংগঠিত করে সৃষ্টি করে মানবসম্পর্কের জটিল জাল?
জ্ঞাতিসম্পর্ক স্থাপিত হয় সাধারণত
i. রক্ত সম্পর্কের মাধ্যমে
ii. বৈবাহিক সম্পর্কের মাধ্যমে
iii. দত্তক গ্রহণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
জ্ঞাতিসম্পর্কের উল্লেখযোগ্য ধরন হলো-
i. প্রথাগত বন্ধন সম্পর্কীয় জ্ঞাতি
ii. বৈবাহিক সম্পর্কীয় জ্ঞাতি
iii. কাল্পনিক সম্পর্কীয় জ্ঞাতি
রক্ত সম্পর্কীয় জ্ঞাতি হলেন-
i. রক্ত বা বংশসূত্রে আত্মীয়
ii. বৈবাহিক সূত্রে আত্মীয়
iii. জন্মসূত্রে আত্মীয়
রক্ত সম্পর্কিত বন্ধনের উদাহরণ হলো-
i. বাবা-মা
ii. দাদা-দাদি
iii. নাতি-নাতনি
স্বামী এবং স্ত্রীকে কেন্দ্র করে বাংলাদেশের সমাজে যে ধরনের জ্ঞাতিসম্পর্ক গড়ে উঠেছে -
i. পিতা-পুত্র
ii. ভাই-বোন
iii. ভাই-ভাই
যেকোনো ব্যক্তি রক্ত সম্পর্কিত বন্ধনে সম্পর্কযুক্ত থাকে তার
i. পিতামাতার সাথে
ii. সন্তান-সন্ততির সাথে
iii. নাতি-নাতনির সাথে
গ্রামীণ সমাজে জ্ঞাতি নির্ধারণে ভূমিকা রাখে-
নিচের কোনটি গ্রামীণ সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ?
নগর জীবনে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব তুলনামূলকভাবে অনেক কম। এর কারণ কী?
রফিক সাহেব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আত্মীয়স্বজনের সহায়তায় পাস করেছেন। তার নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করেছে কারা?
শহর সমাজের সদস্যদের মধ্যে কীরূপ সামাজিক সম্পর্ক তৈরি হয়?