বিবাহের প্রধান উদ্দেশ্য কী?
কোনটি নতুন পরিবারের ভিত্তি স্থাপন করে?
বিবাহের অন্যতম প্রধান শর্ত কী?
কোন বিবাহে সাক্ষী থাকা আবশ্যক?
কোন সমাজে বহির্বিবাহ ছাড়া শুধুমাত্র অন্তর্বিবাহ বিদ্যমান?
ইসলাম ধর্মের বিধান অনুযায়ী কোনটি স্ত্রীর প্রাপ্য একটি অধিকার?
কোন ধরনের বিবাহের ক্ষেত্রে সাধারণত বর-কনে পরস্পরের কাছে অপরিচিত থাকে?
সোহাগ মিয়া পপিকে বিয়ে করেন। তাদের একটি কন্যা শিশুর জন্ম হয়। এর কিছুদিন পরে পপি মারা যান। সোহাগ মিয়া তার পারিবারিক স্বার্থে পপির ছোট বোনকে বিয়ে করে। কোন বিবাহের সাথে উক্ত বিবাহের মিল রয়েছে?
বিগত শতাব্দীর কোন দশক পর্যন্ত পণপ্রথা লক্ষ করা গেছে?
কোন প্রথা অনুযায়ী বিবাহ করার জন্য পাত্রপক্ষকে পাত্রীর পিতামাতাকে নির্দিষ্ট অংকের পণ দিতে হয়?
বাংলাদেশে বিবাহ নিবন্ধীকরণের ক্ষেত্রে কয়জন সাক্ষীর দস্তখত প্রয়োজন হয়?
পাত্রপক্ষ বিবাহের কথাবার্তা চলার সময় নানারকম উপহার- সামগ্রী দাবি করে থাকেন, এটা কী হিসেবে স্বীকৃত?
ইয়াকুব আলীর সাথে ফাতেমা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন পর ইয়াকুব আলী মারা গেলে তার ছোট ভাই রহিম ফাতেমাকে বিয়ে করে। নিচের কোন বিবাহের সাথে রহিমের বিবাহের মিল রয়েছে?
কোনটি পরিবারের স্থায়িত্ব ও সামাজিক স্বীকৃতির ভিত্তি?
বিবাহ সম্পাদনের কয়টি সাধারণ শর্ত রয়েছে
বাংলাদেশে সাধারণত কোন ধরনের বিবাহ প্রচলিত?
কোন সমাজে বহির্বিবাহ প্রথা প্রচলিত রয়েছে?
ক্রস কাজিন ও প্যারালাল কাজিন কী ধরনের বিবাহ?
সবচেয়ে বেশি প্রচলিত বিবাহরীতি কোনটি?
বিবাহের মাধ্যমে স্বামীর ওপর অর্পিত হয়-
i. স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব
ii. সন্তানের ভরণপোষণের দায়িত্ব
iii. স্ত্রীর ভাই-বোনের ভরণপোষণের দায়িত্ব
নিচের কোনটি সঠিক?