কোন ধরনের পরিবর্তনের জন্য মানুষ অভিবাসনে আগ্রহী হয়?
অভিবাসন দ্বারা জনগণের জীবনাচারে কী ধরনের পরিবর্তন সম্ভব?
রোহিঙ্গারা মূলত কোন দেশ থেকে আগত?
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে যারা ভারতে গিয়ে আর ফিরে আসেনি তাদের গমনকে কী ধরনের অভিগমন বলা হয়?
নিচের কোনটি জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির কারণ?
জনমিতিক ও আর্থ-সামাজিক পরিস্থিতি বিশ্লেষণে কোন উপাদানটি নির্ণয় করা হয়?
মহিলাদের অভিগমনের প্রধান কারণ কোনটি?
অভ্যন্তরীণ অভিগমনের মূল কারণ কোনটি?
কোনটি অভিগমনের বিকর্ষণমূলক কারণ?
অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি?
শহর থেকে গ্রামে অভিগমন হয় কোন দেশগুলোতে?
ঢাকা থেকে ঝালকাঠি এসে বসবাস করা কোন ধরনের অভিগমন?
স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ যখন একস্থান থেকে অন্যস্থানে গমন করে, তাকে কী বলে?
যে আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এক শহরের মানুষ অন্য শহরে গিয়ে বসবাস করলে তাকে কী বলে?
বৈবাহিক সূত্রে বিশেষত এক শহরের মেয়েরা যখন অন্য শহরে বিবাহ হয়, তখন এই কারণে শ্বশুরবাড়িতে বসবাস করতে হয়, অর্থাৎ অভিগমন করতে হয়” এটি অভিগমনের কী কারণ?
“দাঙ্গা, যুদ্ধ-বিগ্রহ, বিবাহ, অন্যান্য উদ্দেশ্যে একস্থানের ব্যক্তিবর্গ অন্যস্থানে গিয়ে বসবাস করেন” এ কারণটি হলো অভিগমনের
অভিগমন অত্যন্ত সুনির্দিষ্ট প্রকৃতির। অভিগমনের প্রকৃতি যখন ধনাত্মক হয়, তখন তাকে কোন শ্রেণির অভিগমন বলে?
যখন কোনো ব্যক্তি কোনো স্থান কিংবা অঞ্চল ত্যাগ করে অন্যত্র স্থানান্তরিত হয়, এই পরিত্যক্ত স্থানকে কী বলে?
উৎসস্থল ছেড়ে চলে যাওয়াকে কী অভিগমন বলে?
কোনো অঞ্চল থেকে কিংবা কোনো দেশ থেকে বিদেশে গিয়ে বসবাস করাকে কী বলে?