বাংলাদেশের শীত ঋতুতে শীত অনুভূত হয়—
i. দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে
ii. বায়ুতে জলীয়বাষ্প থাকে না বলে
iii. দিনের তুলনায় রাত বড় বলে
নিচের কোনটি সঠিক?
মেঘ অধিক শীতল হলে জলকণার কিছু অংশ কীসে পরিণত হয়?
জলকণার ভূপৃষ্ঠে পতনকে কী বলে?
বৃষ্টিমাপক যন্ত্রের সাহায্যে কী জানা যায়?
বৃষ্টিমাপক যন্ত্রের বেলনাকার পাত্র ও ফানেলের ব্যাস সমান হলে তাকে কী বলে?
ফুটন্ত পানির বাষ্পে কুণ্ড রাখলে পারদ যে পর্যন্ত প্রসারিত হয় তাকে কী বলে?
বরফের গুঁড়ার মধ্যে কুণ্ড বা bulb রাখলে পারদ যে পর্যন্ত সংকুচিত হয় তাকে কী বলে?
সেন্টিগ্রেড তাপমান যন্ত্রের ১০০ ভাগের প্রত্যেক ভাগকে কি বলে ?
তাপমান যন্ত্রের বায়ুর উত্তাপ সাধারণত কীসে মাপা হয়?
জলীয়বাষ্প অপেক্ষাকৃত লঘুতর বলে কোথায় মিশে যায়?
যে বায়ুতে জলীয়বাষ্প থাকে না তা কোন ধরনের বায়ু?
বায়ুর উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কীসের ধারণক্ষমতা বৃদ্ধি পায়?
বায়ু যখন আর জলীয়বাষ্প গ্রহণ করতে পারে না তা কোন ধরনের বায়ু?
পরিপৃক্ত বায়ু এক স্থানে স্থির হয়ে থাকলে কী বন্ধ হয়ে যায়?
পরিপৃক্ত বায়ু স্থান পরিবর্তন করলে কোন বায়ু উক্ত স্থান দখল করে?
আর্দ্রতা নির্ণয়ের যন্ত্রে কয়টি থার্মোমিটার একটি ফ্রেমে আটকানো থাকে?
বায়ুর গতিবেগ সঠিকভাবে নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে কী বলে?
এক বছরের প্রতি মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ যোগ করে যোগফলকে কত দিয়ে ভাগ করলে মাসিক গড় বৃষ্টিপাত জানা যায়?
বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেলে আবহাওয়া কীরূপ হয় ?
বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে আবহাওয়া কীরূপ অনুভূত হয়?