ক্রান্তীয় শান্তবলয় (Doldrum) নামে পরিচিত কোন বলয়?
পশ্চিমা বায়ুর বিশেষ বিশেষত্ব কোনটি?
উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু কোনটি?
শীতল প্রকৃতির স্থানীয় বায়ু কোনটি?
পালতোলা জাহাজ চলাচলে কোন বায়ু বিশেষ উপযোগী?
“গর্জনশীল চল্লিশা”-র সাথে সম্পর্কযুক্ত বায়ু কোনটি?
নিচের কোন বায়ুটির বেগ বেশি?
নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে বায়ু ভূপৃষ্ঠে সমান্তরালে বহে না বলে বায়ুপ্রবাহ বোঝা যায় না, তাই এ বলয়কে কী বলে?
পশ্চিমা বায়ু কোন শ্রেণির বায়ু?
ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কী বায়ু বলে?
তুষার খাদক নামে পরিচিত বায়ু কোনটি?
উপক্রান্তীয় উচ্চচাপ এলাকায় –
i : পৃথিবীর অধিকাংশ মরুভূমির অবস্থান
ii. বায়ুর আনুভূমিক প্ৰবাহ কম
iii. স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়
নিচের কোনটি সঠিক?
স্থানীয় বায়ু সৃষ্টির কারণ হিসেবে বিবেচিত
i. জলবায়ু ii. ভূপ্রকৃতি
iii. ভৌগোলিক অবস্থান
অয়ন বায়ুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো -
i. দক্ষিণ গোলার্ধে প্রভাব বেশি
ii. উচ্চ হতে নিম্ন অক্ষাংশে প্রবাহিত হয়
iii. এ বায়ুতে বৃষ্টিপাত হয় না
আগের দিনে সমুদ্রবক্ষে পালতোলা জাহাজ চলাচল করত
i. বায়ুপ্রবাহের দিক অনুসরণ করে
ii. তরঙ্গের দিক অনুযায়ী
iii. সমুদ্রস্রোতের দিক অনুসারে
ঋতু আশ্রয়ী বায়ুর উদাহরণ –
i. মৌসুমি
ii. অয়ন
iii. ভূমধ্যসাগরীয়
কোনো নির্দিষ্ট আয়তনে বায়ুতে জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণকে কী বলে?
বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী?
শিলাবৃষ্টি হওয়ার কারণ কোনটি?
কোনটির উপস্থিতিতে বায়ুমণ্ডলে ঘনীভবন প্রক্রিয়া চলে?