বায়ু স্থির থাকে কোন অংশে?
উষ্ণতার পরিবর্তন হয় না বলে ট্রপোপজকে কী বলা হয়?
এক্সোস্ফিয়ার স্তরের বিস্তৃতি কত কিলোমিটার?
অতি বেগুনি রশ্মির দহনে প্রাণীর দেহ পুড়ে যেত এবং সমস্ত প্রাণিকুল অন্ধ হয়ে যেত কোন স্তর না থাকলে?
সমমণ্ডলের শেষ সীমা কোনটি?
তাপমণ্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কেন?
বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে?
চার্জিত কণিকার উপস্থিতি রয়েছে কোন স্তরে?
বায়ুমণ্ডলের হিলিয়াম স্তরটি কোন অণু দ্বারা গঠিত?
বায়ু যতই উষ্ণ হয় ততই কী ধারণ করতে পারে?
অক্সিজেন অণুগুলো ভেঙ্গে বিদ্যুৎ কণায় পরিণত হয় কোন স্তরে ?
সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ কি.মি. উপরের কোনো স্থান কোন মণ্ডলের অন্তর্ভুক্ত হবে?
বিষমমণ্ডল কোন মণ্ডলের অংশ?
১৬০ মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কত ডিগ্রি হ্রাস পায়?
কোন স্তরটি সমমণ্ডলের অন্তর্গত নয়?
ট্রপোস্ফিয়ারের জন্য প্রযোজ্য—
i. এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর
ii. বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি
iii. অতিবেগুনি রশ্মি শোষণ করে
নিচের কোনটি সঠিক?
স্ট্রাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য হলো—
i. এখানে বাতাস হালকা থাকে ii. বায়ুর ঊর্ধ্বগতি বা নিম্ন গতি নেই
iii. বায়ু সমান্তরাল গতিতে চলে
স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্য হলো—
i. এখানে ওজোন (O৩ ) গ্যাসের স্তর বিদ্যমান
ii. এ স্তরে বায়ুর চাপ ও ঘনত্ব কম থাকে
iii. এ স্তরের বায়ুতে জলীয়বাষ্প থাকে
ওজোনোস্ফিয়ারের বৈশিষ্ট্য—
i. অতিবেগুনি রশ্মি শোষণ করে
ii. বায়ুপ্রবাহ অতীব ক্ষীণ
iii. ঝড়, ঝঞ্ঝা ও বৃষ্টিপাত নেই
বায়ুমণ্ডলের কোন গ্যাসীয় উপাদান সৌরতাপ শোষণে পারদর্শী?