রাজনৈতিক স্থিতিশীলতা কীসের জন্য প্রয়োজন?
একটি দেশের শিল্পায়নের উন্নতির জন্য বড় বাধা কোনটি?
বিনিয়োগকে কাজে লাগানোর জন্য কোনটির প্রয়োজন?
চাহিদামত পণ্য যোগান দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -
i. সঠিক ব্যবস্থাপনা
ii. রাজনৈতিক স্থিতিবস্থা
iii. উন্নত কাঁচামাল
নিচের কোনটি সঠিক?
দেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপ দেওয়ার জন্য একান্ত প্রয়োজন-
i. সুষ্ঠু ব্যবস্থাপনা
ii. অধিক উৎপাদন
iii. রাজনৈতিক স্থিতিশীলতা
বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে সঠিক —
i. বিনিয়োগের স্বল্পতা
ii. কাঁচামালের স্বল্পতা
উদ্দীপকের শিল্পটির প্রধান কাঁচামাল কী?
উদ্দীপকের শিল্পটি কাঁচামাল প্রাপ্তির কারণে গড়ে উঠেছে।
i. পঞ্চগড়ে
ii. কুষ্টিয়ায়
iii. যশোরে
আলোচিত উপাদানগুলোর মধ্যে কোনটি প্রাকৃতিক নিয়ামক?
সাংস্কৃতিক নিয়ামকগুলো হলো-
i. সরকারি পৃষ্ঠপোষকতা
ii. শক্তি সম্পদ
iii. প্রযুক্তিগত জ্ঞান
এনির জানানো ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম কী?
উদ্দীপকের দেশটিতে যেসব কারণে লৌহ ও ইস্পাত শিল্প উন্নতি লাভ করেছে -
i. স্থানীয় কয়লা
ii. আকরিক লৌহ
iii. পর্যাপ্ত শ্রমিক
উদ্দীপকে উল্লিখিত দেশের লোহা ও ইস্পাত শিল্পের উন্নতির পেছনে কোন তথ্যটি সঠিক?
উক্ত দেশের গুরুত্বপূর্ণ লোহা-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে সে অঞ্চলে-
i. টেক্সাস
ii. শিকাগো-গ্যারি
iii. পিটস্বার্গ
অমি কোন অঞ্চলের শিল্পকেন্দ্রে চাকরি করেন?
উদ্দীপকের উল্লিখিত উপসাগরের তীরবর্তী এলাকার লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রগুলো-
i. কোবে'
ii. আমাগাসাকি
iii. সাকাই
আমেরিকা যুক্তরাষ্ট্রে খনিজটি কত তম স্থানের অধিকারী?
দেশটির লৌহ খনিগুলো অবস্থিত।
i. হ্রদ অঞ্চলে
ii. উত্তর-পশ্চিম অঞ্চলে খ
iii. দক্ষিণ-পূর্ব অঞ্চলে
দেশটির কোন অঞ্চলকে ম্যানচেস্টার বলা হয়?
উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি হচ্ছে-