আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন অঞ্চল লোহা ও ইস্পাত শিল্পের জন্য পৃথিবীর সর্বপ্রধান অঞ্চলে পরিণত হয়েছে?
লোহা উৎপাদনকারী শীর্ষ দেশটি কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
ওসাকা বন্দরে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কোনটি?
উন্নত দেশগুলোতে লৌহ ও ইস্পাত শিল্প বিকাশ লাভের কারণ-
i. কাঁচামালের সহজলভ্য
ii. শক্তি সম্পদের প্রাচুর্য
iii. পরিবহন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
জাপান আকরিক লৌহ, ম্যাঙ্গানিজ আমদানি করে -
i. ভারত থেকে
ii. অস্ট্রেলিয়া থেকে
iii. মালয়েশিয়া থেকে
জাপানের প্রধান প্রধান লৌহ ইস্পাত কেন্দ্রগুলো -
i. কিউসু দ্বীপের ইয়াওয়াটায়
ii. হোনসুর কামাইসিতে
iii. ইয়োকোহামায়
ল্যাংকাশায়ারে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ তাঁতিদের-
i. নিপুণতা
ii. কর্মকুশলতা
iii. জনপ্রিয়তা
ওসাকার-কার্পাস বয়ন শিল্পের উন্নতি নির্ভর করে কীসের উপর-
i. পরিবহন ব্যবস্থা
ii. তুলার প্রাচুর্য
iii. জ্বালানির প্রাচুর্য
জাপান প্রধানত তুলা আমদানি করে-
i. মার্কিন যুক্তরাষ্ট্র
ii. যুক্তরাজ্য
iii. চীন
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি?
ছাতক সিমেন্ট কারখানা কোন জেলায় অবস্থিত?
আমাদের দেশে প্রথম সার কারখানা স্থাপিত হয় কত সালে?
ফেঞ্চুগঞ্জ সার কারখানায় জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়?
সরকারি হিসেবে বাংলাদেশে চিনিকলের সংখ্যা কয়টি?
চট্টগ্রাম কারখানার সিমেন্ট বাজারজাত করা হয় কী নামে?
কোন অঞ্চলের উৎপাদিত আখের রসে চিনির পরিমাণ বেশি?
কোন জেলার চিনিকলকে বাদ দিয়ে চিনিকলগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছে?
দেশের চাহিদার তুলনায় কোন চিনিকলগুলোতে চিনি উৎপাদন অপ্রতুল?
রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর সুষ্ঠু পরিচালনার জন্য কোনটি স্থাপন করা হয়েছে?
বাংলাদেশে বেসরকারিভাবে নির্মিত চিনি কলটি কোথায় গড়ে ওঠেছিল?