পরিমিত ব্যবধানের বর্গ নিম্নের কোন মানের সমান?
2, 3, 4, 8, 9, 10, 15, 20 এর চতুর্থক ব্যবধান কত?
পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান কোনটি?
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার ভেদাঙ্ক 85 হলে n-এর মান কত?
দুটি সংখ্যার জ্যামিতিক গড় √221 এবং ভেদাত্তক এ হলে সংখ্যা দুটি কত?
মিসেস সাথী সকালে 30 মিনিট ও বিকালে 40 মিনিট দ্রুত হাঁটার ব্যায়াম করেন। তাঁর হাঁটার সময়কালের পরিমিত ব্যবধান কত মিনিট?
11, 13, 15, …… 25 সংখ্যাগুলোর পরিমিত ব্যবধান কত?
∑xi2=80, ∑xi=8, n=4 হলে ভেদাংক কত?
ভেদাংকের ধনাত্মক বর্গমূলকে কী বলা হয়?
বিভেদাংকে ব্যবহৃত হয় কোন পরিমাপ?
এটি সংখ্যার ভেদাংক শূন্য। এদের দুইটি মান 3 হলে অপর মানগুলো কত?
সংশ্লেষাঙ্ক ও নির্ভরাঙ্ক –
i. উভয়ই মূল হতে স্বাধীন
ii. দুটিই বিশুদ্ধ সংখ্যা
iii. সর্বদা একই চিহ্ন বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
দ্বি-চলক বিশিষ্ট তথ্য-
i. পরস্পর সম্পর্কযুক্ত দুইটি চলক
ii. একটি অপরটির উপর নির্ভরশীল
iii. একই অনুসন্ধান ক্ষেত্র হতে উদ্ভুত
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সংশ্লেষাঙ্কের মান–1 হতে + 1
ii. সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী হতে স্বাধীন
iii. সংশ্লেষাঙ্ক একটি বিশুদ্ধ সংখ্যা
সহজ সংশ্লেষ
i. পরিমাপের একটি পদ্ধতি বিক্ষেপ চিত্র
ii. সরলরৈখিক সম্পর্ক পরিমাপ করে
iii. যৌগিক সম্পর্ক পরিমাপ করে
দুটি চলক স্বাধীন হলে –
i. সম্পর্কহীন বলে মনে হয়
ii. সহভেদাঙ্ক শূন্য হয়
iii. সহভেদাঙ্ক। হয়
সহজ ক্রম সংশ্লেষাত্মক -
i. গুণবাচক চলকের ক্ষেত্রে প্রযোজ্য
ii. তথ্যসারি দীর্ঘ হলে এটি নির্ণয় কঠিন হয়ে পড়ে
iii. তথ্যসারির প্রকৃত মানের ভিত্তিতে নির্ণীত হয়
নির্ভরাঙ্ক-
i. অধীন চলকের গড় মান নির্ণর করে
ii. ভবিষ্যত সম্পর্কে ধারণা দেয়
iii. সংখ্যাত্বক পরিমাপ করে
নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী হতে স্বাধীন
ii. সংশ্লেষাঙ্কের মান–1 হতে + 1 এর মধ্যবর্তী
iii. সংশ্লেষাঙ্ক একটি এককমুক্ত সংখ্যা
দ্বি-চলক হিসেবে কাজ করে-