কোনটি কেন্দ্রিয় প্রবণতার পরিমাপ নয়?
গণসংখ্যা নিবেশনের মাঝখান হতে অন্যান্য মানের দিকে গণসংখ্যার ঘনত্ব -
একটি ক্লাসের কয়েকজন শিক্ষার্থীর মোট নম্বর ৪৪০ এবং গড় 44 হলে শিক্ষার্থীর সংখ্যা কত হবে?
ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের 40 জন শিক্ষার্থীর গড় 62 হলে তাদের মোট নম্বর কত?
জন্মহার ও মৃত্যুহার নির্ণয়ে নিচের কোনটি ব্যবহৃত হয়?
কোনো তথ্যের সমষ্টি ঐ তথ্যের উপাদান সংখ্যা ও গাণিতিক গড়ের গুণফলের-
কোনো তথ্যসারির প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি-
নিচের কোন গড়টি খুব বেশি ব্যবহৃত হয়?
নিচের কোনটি নির্ণয়ের ক্ষেত্রে তথ্যসারির কোনো মান শূন্য হতে পারে না?
তথ্য সংক্ষিপ্তকরণের পদ্ধতি নির্ধারণ করা হয় কিসের ভিত্তিতে ?
গুণবাচক শ্রেণিবদ্ধকরণে কিসের ভিত্তিতে শ্রেণিতে বিভক্ত করা হয়?
2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত প্রতিবছর গমের উৎপাদনকে শ্রেণিবদ্ধ করা কোন শ্রেণিবদ্ধকরণের অন্তর্ভুক্ত?
ক্রিকেট খেলায় ওভার প্রতি রানের তথ্য উপস্থাপনে উপযুক্ত চিত্র কোনটি?
দণ্ডচিত্র কোন তথ্যের অন্তর্ভুক্ত?
কোনো তথ্য সারিতে 20 এবং 25 এর মধ্যবর্তী ৩টি মান আছে। উক্তিটি কী প্রকাশ করে?
শাখা ও পত্রক তথ্যকে কীভাবে উপস্থাপন করে?
তথ্যের গতি প্রকৃতি নির্ণয় করে কোনটি?
মাধ্যমিক তথ্য-i. সরাসরি ক্ষেত্র থেকে সংগৃহীতii. তুলনামূলক কম নির্ভরযোগ্যiii. সংগ্রহে অর্থ, সময় ও জনবল কম লাগেনিচের কোনটি সঠিক?
প্রশ্নমালা প্রণয়নে- i. প্রশ্ন সহজবোধ্য হতে হয়ii. তথ্যের গোপনীয়তা অপ্রয়োজনীয়iii. প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করতে হয়নিচের কোনটি সঠিক?
মাধ্যমিক তথ্যের বৈশিষ্ট্য-i. কম অর্থের প্রয়োজন হয়ii. সরাসরি অনুসন্ধান ক্ষেত্রে যেতে হয় নাiii. অধিক সময় সাপেক্ষনিচের কোনটি সঠিক?