x = 5, 7, 9, 11 ও y = 20, 30, 40, 50 হলে x ও y এর সংশ্লেষাঙ্ক কিরূপ?
চাউলের মূল্য ও মানুষের বয়সের মধ্যে কোন ধরনের সংশ্লেষণ বিদ্যমান?
সংশ্লেষাঙ্কের বৈশিষ্ট্য কোনটি?
মূল ও স্কেলের ক্ষেত্রে সংশ্লেষাঙ্কের প্রভাব কী?
মূল ও মাপনী পরিবর্তনে সংশ্লেষাঙ্কের কীরূপ পরিবর্তন ঘটবে?
পূর্বাভাস প্রদান সম্পর্কে ধারণা পাওয়া যায় কোনটি থেকে?
কোনটি মাপনী হতে স্বাধীন?
নিচের তথ্যগুলো লক্ষ্য কর-
i. সংশ্লেষাঙ্কের মান– 1 হতে + 1
ii. সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী হতে স্বাধীন
iii. সংশ্লেষাঙ্ক একটি বিশুদ্ধ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
যখন সংখ্যাবাচক তথ্যসারির প্রকৃত মান পাওয়া যায় না তখন কোনটি উপযুক্ত?
কোনটি তথ্যসারির প্রকৃতমানের ভিত্তিতে নির্ণীত হয় না?
গুণবাচক চলকের সংশ্লেষ নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
সহজ ক্রম সংশ্লেষাঙ্ক-
i. গুণবাচক চলকের ক্ষেত্রে প্রযোজ্য
ii. 30 এর অধিক তথ্যসারির ক্ষেত্রে নির্ণয় করা কঠিন
iii. তথ্য সারির প্রকৃতমানের ভিত্তিতে নির্ণীত হয়
সাধারণত যাদের উচ্চতা বেশি তাদের ওজনও বেশি, এখানে ওজন কী ধরনের চলক?
দুইটি চলক স্বাধীন হলে তাদের নির্ভরাঙ্কের মান কত?
নির্ভরাঙ্ক কী ধরনের রাশি?
নির্ভরতার গাণিতিক পরিমাপ হচ্ছে-
পরস্পর সম্পর্কযুক্ত চলকদ্বয়ের একটির পরিবর্তনে অপরটির পরিবর্তনের সংখ্যাত্মক প্রকাশ কোনটি?
মধ্যক শ্রেণি কোনটি?
উদ্দীপকের শ্রেণিব্যাপ্তি পরিবর্তন না করা হলে কোন লেখচিত্র অঙ্কন করা সম্ভব নয়?
মূলধনগুলির কেন্দ্রিয় মান পরিমাপের ক্ষেত্রে কোন পরিমাপটি উপযুক্ত?