কোনটি পরিসংখ্যান?
বসুন্ধরা সিটি মার্কেটের প্রথম, দ্বিতীয়, তৃতীয় গেইটের মধ্যে প্রথম গেইট দিয়ে আমরা বন্ধুরা সবাই মার্কেটে ঢুকলাম। এখানে, প্রথম শব্দটি কোন পরিমাপন স্কেলের সাহায্যে মাপা যায়?
শীতকালে ১ ঘণ্টায় কত ধাপ হাঁটলেন, কতটুকু ক্যালরী ক্ষয় হলো, আর আপনার হৃৎস্পন্দনের গতি কেমন ইত্যাদি আজকাল স্মার্টফোনে মাপা যায়। উদ্দীপকে পরিসংখ্যানের কোন বিষয়টি বর্ণিত হয়েছে?
যদি x1= 2, x2= 3, x3 = 5, x4 = 7 হয়, তাহলে ∑ xi = ?
নিচের কোনটি গুণবাচক চলক?
যদি x1= 2, x2=3,x3=5,x4=7 এবং y1 =3, y2 = 4, y3 = 5, y=8 হয়, তাহলে ∑i=24xiyi= ?
ক্রিকেট খেলোয়াড়দের র্যাংকিং কোন ধরনের চলক?
চলকের মানের যোগফলের বর্গকে কোন প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়?
কোন সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের অধিকারী সম্ভাব্য সকল উপাদানের সমষ্টিকে কী বলে?
কোনো কলেজের ১০টি সেকশনের ছাত্রছাত্রীদের মধ্যে যে কোনো একটি সেকশনের ১০ জন ছাত্রছাত্রীদের উচ্চতাকে কী বলা হয়?
যে বৈশিষ্ট্যের মান সমগ্রক বা নমুনার এককভেদে পরিবর্তনশীল, তাকে কী বলে?
যে বৈশিষ্ট্যের মান সমগ্রক বা নমুনার এককভেদে অপরিবর্তনীয়, তাকে কী বলে?
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কী?
যে বৈশিষ্ট্য সমগ্রক বা নমুনার এককভেদে গুণে পরিবর্তনশীল, তাকে কী বলে?
Status কোন ভাষার শব্দ?
কোন শ্রেণির ছাত্র-ছাত্রীদের উচ্চতা, ওজন, বয়স ইত্যাদি কী?
যে চলক কেবলমাত্র বিচ্ছিন্ন অর্থাৎ পৃথক পৃথক মান গ্রহণ করতে পারে, তাকে কী বলে?
যে চলক কোন নির্দিষ্ট সীমার অন্তর্গত সকল মান (পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ) গ্রহণ করতে পারে, তাকে কী বলে?
চলকের বৈশিষ্ট্যের ভিত্তিতে চলককে কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়?