দুটি কারখানার শ্রমিক সংখ্যা যথাক্রমে ১০০ জন ও ১৫০ জন এবং তাদের সম্মিলিত গড় বেতন ৬৪ টাকা। প্রথম কারখানার শ্রমিকদের গড় বেতন ৭০ টাকা হলে, দ্বিতীয় কারখানার শ্রমিকদের গড় বেতন কত?
১ম ১০টি স্বাভাবিক সংখ্যার দ্বিতীয় কেন্দ্রিয় পরিঘাত কত?
প্রথম ২৬টি স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় কত?
দুটি সংখ্যার AM = ৮ এবং HM = ২ হলে GM-এর মান কত?
কেন্দ্রীয় প্রবণতার উৎকৃষ্ট পরিমাপ কোনটি?
একটি ধনাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে-
প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় কত?
- ২a, - a, 0, a, ২a সংখ্যাগুলোর গাণিতিক গড় কত?
কোনো চলকের গাণিতিক গড় ১০। যদি চলকের প্রতিটি মান থেকে ২ বিয়োগ করা হয়, নতুন চলকের গাণিতিক গড় কত হবে?
প্রথম ২৫টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
৫ জন ছাত্রের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর ১৫, ১৮, ১৪, ১৬ ও ১৭ হলে নিচের কোন সংখ্যাটি হতে ব্যবধানের সমষ্টি শূন্য হবে?
2, 12, 22, ......., 92 সংখ্যাগুলোর যোজিত গড় কত?
দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 5 এবং জ্যামিতিক গড় 6 হলে তরঙ্গ গড়ের মান কত?
জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয়ে কোন পরিমাপটি উপযুক্ত?
প্রথম n স্বাভাবিক বিজোড় সংখ্যার মধ্যমা কোনটি?
দু'টি অশূন্য ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 13 এবং জ্যামিতিক গড় 8 হলে তরঙ্গ গড় কত?
অপর সংখ্যাটি কত?
উদ্দীপকের তথ্যগুলো লক্ষ্য কর-i. GM = ২০ii. HM = ১৬iii. AM নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে প্রদত্ত তথ্যের জন্য কোন গড়টি উপযুক্ত?
মূলধনগুলির কেন্দ্রীয় মান পরিমাপের ক্ষেত্রে কোন পরিমাপটি উপযুক্ত?