20 - 24, 25 - 29 শ্রেণি ব্যাপ্তিদ্বয়ের শ্রেণি মধ্যমান নিচের কোনটি?
উপাত্তের সংখ্যা (n) জোড় হলে সূত্র ব্যবহার না করে মধ্যক নির্নয় করা হয় কিভাবে?
15, 17, 18, 15, 18, 19 উপাত্তের প্রচুরক কোনটি?
5, 2, 3, 4, 3, 6 উপাত্তগুলোর প্রচুরক কত?
কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় তাকে কী বলে?
নম্বর1-1011-2021-3031-40গণসংখ্যা28104যোজিতফল2102024
নম্বর
1-10
11-20
21-30
31-40
গণসংখ্যা
2
8
10
4
যোজিতফল
20
24
গণসংখ্যা নিবেশন সারণিতে-
i. মধ্যক শ্রেণির নিম্নমান 21
ii. প্রচুরক শ্রেণির উচ্চমান 30
iii. মধ্যক ও প্রচুরক ভিন্ন শ্রেণিতে বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
গণসংখ্যা সারণি তৈরি করতে-
i. পরিসর নির্ধারণ করতে হয়।
ii. শ্রেণি ব্যবধান 3 শ্রেণি সংখ্যা নির্ধারণ করতে হয়।
iii. উপাত্তটিকে অবিন্যস্তভাবে রাখতে হয়।
যোজিত গণসংখ্যা প্রয়োজন-
i. গড় নির্ণয়ে
ii. মধ্যক নির্ণয়ে
iii. অজিভ রেখা অঙ্কন করতে
গণসংখ্যার সারণি তৈরি করতে-
i. পরিসর নির্ধারণ করতে হবে
ii. ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন
iii. শ্রেণিসংখ্যা নির্ধারণ করতে হবে
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো-
i. আয়তলেখ
ii. গড়
iii. মধ্যক
কোনো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা যথাক্রমে 17 ও 5 হলে উপাত্তের পরিসর নিচের কোনটি?
কোনো উপাত্তের পরিসর 17 ও শ্রেণি ব্যবধান 3 হলে শ্রেণি সংখ্যা কয়টি হবে?
পরিসর 27 হলে 5 ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণি তৈরি করলে কতটি শ্রেণি হবে?
27, 29, 30 কোনো উপাত্তের গণসংখ্যা হলে তার দ্বিতীয় শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা নিচের কোনটি?
কোনো শ্রেণির গণসংখ্যা 10 এবং তার পূর্বের দুই শ্রেণির গণসংখ্যা যথাক্রমে ৪ ও 15 হলে ঐ শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা কত?
শ্রেণিব্যাপ্তি10-1516-2122-27গণসংখ্যা8129
শ্রেণিব্যাপ্তি
10-15
16-21
22-27
12
9
প্রদত্ত সারণিটির 16-21 শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা কত?
কোনটি পরিমাপ করতে ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহৃত হয়?
পরিসংখ্যানে ব্যবহৃত চলক কয় প্রকার?
উচ্চতা কোন ধরনের চলক?
যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে, তাকে কী বলে?