মাধ্যমিক তথ্যের উৎসগুলো হলো-i. কৃষি মন্ত্রণালয়ii. মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্যiii. WHOনিচের কোনটি সঠিক?
তথ্য সংক্ষিপ্তকরণের উপাত্ত নির্ধারণ করা হয় কিসের ভিত্তিতে ?
কোনো শ্রেণির গণসংখ্যাকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
আয়ের (x) ওপর ব্যয়ের (y) নির্ভরণ সমীকরণ y = 500 + 0.9x হলে, 25000 টাকা ব্যয়ের জন্য আয়ের লক্ষ্যমাত্রা কত হবে?
নিচের কোনটি সংশ্লেষের ধারণা দিতে পারে?
বিভিন্ন গ্রামের ধানের উৎপাদনের পরিমাণ প্রকাশ করা কোন শ্রেণিকরণের উদাহরণ?
প্রকৃত শ্রেণিসীমা নির্ণয়ের প্রয়োজন হয়- i. গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্যেii. অজিভ রেখা অংকনের জন্যেiii. আয়তলেখ 'অঙ্কনের জন্যেনিচের কোনটি সঠিক?
পরিমাণবাচক তথ্যসারির সংশ্লেষাঙ্ক নির্ণয়ে কার সূত্র ব্যবহৃত হয়?
বিক্ষেপ চিত্রের মাধ্যমে -
i. সংশ্লেষের মাত্রা পরিমাপ করা যায়
ii. চলকদ্বয়ের কেন্দ্রিয় প্রবণতা অনুমান করা যায়
iii. তথ্যের প্রকৃতি জানা যায়
নিচের কোনটি সঠিক?
সংশ্লেষাঙ্ক ও নির্ভরাঙ্ক -
i. উভয়েই মূল হতে স্বাধীন
ii. দু'টি বিশুদ্ধ সংখ্যা
iii. সর্বদা একই চিহ্ন বিশিষ্ট
দৈনিক বেতনের মধ্যমা কোনটি?
ক্রমযোজিত গণসংখ্যার জন্য নিচের কোনটি অধিক গুরুত্বপূর্ণ?
গণসংখ্যা নিবেশন ভিত্তিক তথ্যকে কোন গ্রাফে উপস্থাপন করা হয়?
'Data' শব্দটির অভিধানিক অর্থ কী?
ছক কাগজে বা গ্রাফে তথ্যসারিকে ব্যবস্থায়?
অপ্রকাশিত তথ্যের উৎসের ক্ষেত্রে-i. তথ্য রেকর্ড হিসেবে রাখা থাকেii. মাধ্যমিক তথ্য হিসেবে ব্যবহার যোগ্যiii. সবার জন্য উন্মুক্তনিচের কোনটি সঠিক?
20, 50, 80, 130 সংখ্যাগুলোর জ্যামিতিক গড় নিচের কোনটি?
বিচ্ছিন্ন তথ্যে যদি বিজোড় সংখ্যক উপাদান থাকে মধ্যমা হবে- তম পদের মান।
প্রথম 99 টি স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় নিচের কোনটি?
জ্যামিতিক গড়ের গুরুত্বপূর্ণ ব্যবহার হলো:i. অনুপাত, শতকরা হিসাব, সময় ভিত্তিক পরিবর্তনের গড় নির্ণয়েii. সূচক সংখ্যা নির্ণয়েiii. অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামাজিক গবেষণায়নিচের কোনটি সঠিক?