শুমারি জরিপ অপেক্ষা নমুনা জরিপে প্রয়োজন-i. কম সময়ii. বেশি ব্যয়iii. কম জনশক্তিনিচের কোনটি সঠিক?
প্রাক জরিপের মাধ্যমে-i. প্রশ্নপত্রের ভুলত্রুটি সংশোধন করা যায়ii. মূল জরিপের আনুমানিক খরচের ধারণা পাওয়া যায়iii. জরিপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার যথাযথ ব্যবস্থা নেয়া যায়
নিচের কোনটি সঠিক?
অনমুনাজ ত্রুটি হ্রাস পায়-i. মাঠকর্মীকে যথাযথ প্রশিক্ষণ দানেii. তথ্য প্রক্রিয়াকরণে সতর্কতা অবলম্বনেiii. উত্তরদাতাকে প্রভাবিত করেনিচের কোনটি সঠিক?
নমুনায়ন ত্রুটির কারণসমূহ হলো-i. পরিকল্পনাজনিত জুটিiii. নমুনা আকার নির্ধারণের ত্রুটিii. ত্রুটিপূর্ণ নমুনায়ন পদ্ধতিনিচের কোনটি সঠিক?
অনমুনায়ন ত্রুটি ঘটে থাকে-i. নমুনা জরিপেiii. প্রাক জরিপেii. শুমারি জরিপেনিচের কোনটি সঠিক?
সরল দৈব নমুনা নির্বাচন পদ্ধতির অন্তর্ভুক্ত-i. লটারি পদ্ধতিii. দৈব সংখ্যার সারণী পদ্ধতিiii. উদ্দেশ্যমুখী নমুনায়ননিচের কোনটি সঠিক?
উল্লেখিত তালিকাকে কী বলা যায়?
কাঠামোতে প্রতিটি জেলাকে আলাদাভাবে চিহ্নিত করতে চাইলে কোনটি ব্যবহার করতে হবে?
কোন একটি পরীক্ষণে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের অধিকারী সম্ভাব্য সকল উপাদানের সমষ্টিকে কী বলে?
সমগ্রক কত প্রকার?
একটি সমগ্রকের প্রতিনিধিত্বকারী অংশকে ঐ সমগ্রকের কী বলে?
কোন নমুনার অন্তর্গত উপাদানসমূহের যে কোন গাণিতিক ফাংশনকে ঐ নমুনার কী বলা হয়?
কোন সমগ্রকের সামগ্রিক বৈশিষ্ট্য জানার জন্য ব্যবহৃত পরিসাংখ্যিক পরিমাপকে ঐ সমগ্রকের কী বলে?
নমুনার আকার কত প্রকার?
যদি কোন নির্বাচিত নমুনার নমুনা এককের সংখ্যা 30 বা তার কম হলে সেই নমুনাকে কী বলে?
যদি কোন নির্বাচিত নমুনার নমুনা এককের সংখ্যা 30 এর বেশি হলে সেই নমুনাকে কী বলে?
কোন সমগ্রকের প্রত্যেকটি উপাদানকে তাদের বৈশিষ্ট্যসহ গণনাকে কী বলে?
কোন সমগ্রকের প্রতিনিধিত্বকারী অংশ বিশেষকে বৈশিষ্ট্যসহ গণনাকে কী বলে?
বাংলাদেশে সকল কৃষকদের অর্থনৈতিক অবস্থার জরিপকে কী বলে?
বাংলাদেশে ২০১৫ সালে এইচ.এস.সি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় ফলাফলকে কী বলে?