ত্রুটিপূর্ণ মগের সংখ্যা x একটি-
উৎপাদিত মগ ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা যে বিন্যাস মেনে চলে সে বিন্যাসটি হবে-i. ধনাত্মক বঙ্কিম ii. অতি সূঁচালোiii. অনতি সূঁচালোনিচের কোনটি সঠিক?
বাজারে চাল ক্রয় করার সময় বস্তার সমগ্র চালকে একত্রে কী বলা হবে?
নমুনাকে সমগ্রকের কী হিসেবে কল্পনা করা যায়?
তথ্যবিশ্বের অন্তর্গত প্রত্যেকটি উপাদানকে কী বলে?
তথ্যবিশ্বের ইংরেজি প্রতিশব্দ কী?
তথ্যবিশ্ব কত প্রকার?
কোনটি সসীম তথ্যবিশ্বের উদাহরণ?
তথ্যবিশ্বের অজানা ধ্রুবককে কী বলে?
সমগ্রক থেকে প্রতিনিধিত্বশীল অংশ নির্বাচন করার পদ্ধতিকে বলে-
সমগ্রকের বৈশিষ্ট্য হল-
একটি তথ্যবিশ্বের ক্ষেত্রে নিম্নের কোনটি পরামান?
অসীম তথ্যবিশ্বের উদাহরণ-i. মানব দেহের লোহিত রক্ত কণিকার সংখ্যাii. আকাশের তারার সংখ্যাiii. কক্ষে ধূলিকণার সংখ্যানিচের কোনটি সঠিক?
নমুনায়ন করা হয়-i. সময় বাঁচাতেii. অর্থ সাশ্রয় করতেiii. কম পরিশ্রমে ভালো ফল পেতে
নিচের কোনটি সঠিক?
সমগ্রকের আকারের ওপর ভিত্তি করে কোনটি নির্ধারণ করা হয়?
কোন ধরণের সূচক সংখ্যায় ভিত্তি বছরের পরিমাণকে ভার হিসেবে ব্যবহার করা হয়?
সূচক সংখ্যা নির্ণয়ে কয়টি বছর বিবেচনা করা হয়?
কোন সূচক সংখ্যায় ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী প্রবণতা নেই?
কোন সূচক সংখ্যায় সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কিন্তু উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না?
দ্রব্য মূল্য বাড়ার সাথে সাথে চাহিদা বাড়লে কোন সূচক সংখ্যার মান অপেক্ষাকৃত কম হয়?