পৈঁসু বিন্যাসের পরামিতির মান 5 হলে, তৃতীয় কেন্দ্রিয় পরিঘাতের মান কত?
একটি সম্ভাবনা বিন্যাসের n = 200 এবং সফলতার সম্ভাবনা p = 1.5% হলে সেটি কোন ধরণের বিন্যাস?
কোনো পৈঁসু বিন্যাসের ভেদাঙ্ক 7 হলে বিন্যাসটির গড় কত?
একটি পৈঁসু বিন্যাসের বঙ্কিমতাংক 0.5 হলে আদর্শ বিচ্যুতি কত?
এক সমীক্ষায় দেখা যায় যে, বাংলাদেশে মাসে গড়ে ও জন সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং এ ধরনের মৃত্যুর সংখ্যা পৈঁসু বিন্যাস মেনে চলে। বাংলাদেশে এক মাসে সড়ক দুর্ঘটনায় কোনো লোক মারা যাবে না তার সম্ভাবনা কত?
পরিমিত চলক x এর সীমা কত?
E(z) এর মান কত?
V(z) এর মান কত?
আধুনিকায়নের আগে নমুনা হিসাবে 25টি বাল্ব নিয়ে গড়ে কয়টি বাল্ব ত্রুটিপূর্ণ হত?
আধুনিকায়নের পরে 100টি বাল্ব নমুনা হিসাবে নিলে ত্রুটিপূর্ণ বাল্বের সংখ্যার বিন্যাসের আকৃতি ও প্রকৃতি হবে-
একাদশ শ্রেণির ছাত্রদের নম্বরের মধ্যমা কত?
একাদশ শ্রেণির ছাত্রদের নম্বরের বিন্যাসের ক্ষেত্রে-i. অঙ্কিত রেখাটি সুষমii. পরামিতি দুটিiii. মধ্যমা ও প্রচুরক সমান হবেনিচের কোনটি সঠিক?
কোনটি বীজগাণিতিক প্রক্রিয়া আরোপের অনুপযোগী?
কোনটি তৈরির মাধ্যমে ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধি সম্পর্কে ধারণা করেন?
সূচক সংখ্যার সাহায্যে পরিমাপ করা হয়-
i. পণ্যের মূল্যের আপেক্ষিক পরিবর্তন
ii. পণ্যের উৎপাদনের আপেক্ষিক পরিবর্তন
iii. পণ্যের পরিমাণের আপেক্ষিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
কর্মকর্তা কর্মচারীদের পে-স্কেল পুনঃনির্ধারণ করা হয়?
i. ভোক্তার মূল্য সূচক সংখ্যা দ্বারা
ii. খুচরা মূল্য সূচক দ্বারা
iii. জীবনযাত্রার ব্যয় সূচক দ্বারা
মুদ্রাস্ফীতি রোধে ব্যবহৃত হয়-
i. ভোক্তার মূল্য সূচক সংখ্যা
ii. পাইকারী মূল্য সূচক সংখ্যা
iii. জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা
জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহৃত হয়-
i. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারদর নির্ধারণে
ii. কোনো দেশের কর্মচারীদের পে-স্কেল পুনঃনির্ধারণে
iii. কোনো দেশের কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণে
i. প্রচলিত মুদ্রার ক্রয়ক্ষমতা নির্ধারণে
ii. সঠিক মজুরি নির্ধারণে
iii.. মুদ্রাস্ফীতির জন্য আয় নির্ধারণে
কোনটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা দেয়?