দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, যে বিন্যাস মেনে চলে তার ক্ষেত্রে-i. গড় ভেদাঙ্কের চেয়ে বড়ii. ভেদাঙ্ক ও পরামিতি সমানiii. গড় ও পরামিতি সমাননিচের কোনটি সঠিক?
উদ্দীপকে বিন্যাসটির বঙ্কিমতা কত?
পরিমিত ব্যবধানের মান কত?
তৃতীয় কেন্দ্রিয় পরিঘাতের মান কত?
পৈঁসু বিন্যাসের পরামিতি m হলে-
সংজনন বা পুনরুৎপাদন হার প্রধানত কত প্রকার?
সর্বশেষ আদম শুমারী অনুযায়ী 2011 সালে বাংলাদেশে মোট প্রজনন হার। (প্রতি হাজারে) কত?
সর্বশেষ আদম শুমারী অনুযায়ী 2011 সালে বাংলাদেশে স্থূল সংজনন হার (প্রতি হাজারে) কত?
সর্বশেষ আদম শুমারী অনুযায়ী 2011 সালে বাংলাদেশে নীট প্রজনন হার (প্রতিজনে) কত?
সন্তান ধারণে সক্ষম মহিলাদের বয়সের সীমাস্থ মান কত?
বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?
নিম্নে কোনো ক্ষেত্রে জনসংখ্যার কোনো পরিবর্তন হবে না?
নিম্নের কোনটি অশোধিত জন্মহার নির্ণয়ের সূত্র?
নিচের কোনটি সঠিক?
কোন এলাকার মোট জনসংখ্যার 10 হাজার পুরুষ ও ৭ হাজার মহিলা হলে, ঐ এলাকার লিঙ্গ অনুপাত কত?
বাংলাদেশের 1991 সালে 55598 বর্গ মাইলে বসবাসরত লোকের সংখ্যা ছিল 11.5 কোটি।
কোনো একটি দেশে 1981 সালের মধ্য সময়ের জনসংখ্যা 3,52,72,000 জন এবং এক বৎসরের মোট জন্ম ও মৃত্যু সংখ্যা যথাক্রমে 1,87,236 ও 72,299 হলে প্রাকৃতিক বা স্বাভাবিক পদ্ধতিতে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
কোনো এলাকার জনসংখ্যা 35 বছরে দ্বিগুণ হলে এলাকাটির জনসংখ্যা বৃদ্ধি হার কত?
জনসংখ্যা বৃদ্ধির হার 2.17% হলে জনসংখ্যা তিন গুণ হবে কত বছর পরে?