গোমতী হাসপাতাল প্রাইভেট লিঃ এর উদ্দীপকের আলোকে গৃহীত নীতির বাস্তবায়নের ফলে—
i. গ্রাহক সেবার মান বাড়বে
ii. কর্মীদের মনোযোগ বাড়বে
iii. ব্যয় কমবে
নিচের কোনটি সঠিক?
গৃহীত পরিকল্পনার ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানে
i. গতিশীলতা ব্যাহত হবে
ii. কর্মদক্ষতা বৃদ্ধি পাবে
iii. ব্যয় হ্রাস পাবে
কাজের দৃষ্টিকোণ হতে ব্যবস্থাপনার আওতা হলো-
i. প্রতিষ্ঠান পরিচালনা
ii. ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা
iii. শ্রমিক-কর্মী পরিচালনা
মিঃ ফারুকের কাজ-
i. প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করা
ii. সরাসরি কাজের তত্ত্বাবধান করা
iii. দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা
নিচের কোনটি সঠিক?-
উদ্দীপকের কার্যক্রমের ফলে—
i. কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়
ii. কর্মীর কাজের সাথে সরাসরি পরিচয়করণ ঘটে
iii.প্রতিষ্ঠানে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়
লাগামহীন নেতৃত্বে-
i. নেতা কর্মবিমুখ হয়
ii. অধস্তনরাই কার্যাকার্য নির্ধারণ করে
iii.প্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিস্থিতি বজায় থাকে
এরূপ নেতৃত্ব-
i. সাধারণত ইতিবাচক হয়
ii. নেতার জন্য সন্তুষ্টিবর্ধক
iii. জনশক্তি সবসময় অপছন্দ করে
উদ্দীপকের ব্যবস্থাপনার কাজটির ফলে-
i. পরিকল্পনার বাস্তবায়ন ধীর গতির হয়
ii. নির্বাহীর শক্তি ও সময়ের সদ্ব্যবহার হয়
iii. পরবর্তী পরিকল্পনার মানোন্নয়ন ঘটে
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
আসাদ তার প্রতিষ্ঠানের প্রয়োজন মতো মাসিক ব্যয় সাধারণত মাসের শুরুতে নির্ধারণ করেন। তবে প্রয়োজনে সেটি হ্রাস-বৃদ্ধি ও করেন। এতে বিভিন্ন কাজগুলো করা এবং ভোক্তার চাহিদা মেটানো সহজ হয়।
আসাদ নিয়ন্ত্রণের কোন নীতি অনুসরণ করেন?