একটি আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশ্যই-
i. বোধগম্য হবে
ii. পরিবর্তনযোগ্য হবে
iii.বিচ্যুতি নির্ণয়ে সক্ষম হবে
নিচের কোনটি সঠিক?
এফ. উব্লিউ টেলরের গবেষণা কর্মের উল্লেখযোগ্য বিষয় হলো-
1. সময় নিরীক্ষা
ii. গতি নিরীক্ষা
iii. শ্রান্তি নিরীক্ষা
একজন আদর্শ নেতার গুণাবলির অন্তর্ভুক্ত হলো-
i. সাহস ও দৃঢ় মনোবল
ii. আত্মকেন্দ্রিক মানসিকতা
iii. উৎসাহদানের ক্ষমতা
ব্যবস্থাপনার উপকরণের মধ্যে পড়ে-
i. মানুষ
ii. অর্থ
iii. পদ্ধতি
উদ্দীপকের জনাব আলমএর কর্মকাণ্ডে প্রতিষ্ঠান যেসব সুবিধা পায় -
i. পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়
ii. কর্মীদের উৎসাহ বাড়ে
iii. উত্তম শিল্প সম্পর্ক সৃষ্টি করে
পরিকল্পনাকে বলা হয়-
i. বুদ্ধিদীপ্ত কাজ
ii. শারীরিক কাজ
iii. মানসিক কাজ
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
প্রধান নির্বাহী মি. ইলিয়াস যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের সাথে আলাপ-আলোচনা করেন। প্রয়োজনে পরামর্শ গ্রহণ করেন। ফলে কর্মীরা সিন্ধান্ত বাস্তবায়নে উৎসাহী হয়।
উদ্দীপকে মি. ইলিয়াসের নেতৃত্বের ধরন কীরূপ?
সরলরৈখিক সংগঠনের সুবিধা হলো-
i. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন
ii. বিশেষায়ন
iii. শৃঙ্খলা প্রতিষ্ঠা