বিভিন্ন লেখকের সংজ্ঞার আলোকে নেতৃত্বে যেসব দিক উন্মোচিত হয়েছে, সেগুলো হলো-
i. নেতৃত্ব হচ্ছে ব্যক্তির এক অসাধারণ আচরণীয় গুণ
ii. কর্মীর ব্যক্তিগত ও দলীয় প্রচেষ্টাকে প্রভাবিত করার অনন্য কৌশল
iii. ব্যক্তির উন্নত বোধশক্তির বহিঃপ্রকাশ
নিচের কোনটি সঠিক?
একটি প্রতিষ্ঠানে নির্দেশনা কোন স্তরে কাজ করে?
i. উচ্চ
ii. মধ্যম
iii. নিম্ন
রাষ্ট্রীয় ব্যবসায়ে নীতির পরিবর্তন ঘটে-
i. নতুন আইন পাসের মাধ্যমে
ii. সরকার পরিবর্তনের মাধ্যমে
iii. ঊর্ধ্বতন নির্বাহীদের পরিবর্তনের মাধ্যমে
নেতৃত্ব ধারণার সাথে সম্পৃক্ত হলো-
i. অধস্তনদের লক্ষ্যপানে চালিত করার কৌশল
ii. ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায়ের কৌশল
iii. নির্দেশনা ও প্রেষণা কার্যের অধীন
গণতান্ত্রিক নেতার বৈশিষ্ট্য হলো-
i. অধস্তনদের কথা শোনেন
ii. তাদের ভুল শুধরে দিতে চেষ্টা করেন
iii. উৎসাহ দিয়ে কাজ আদায়ে সচেষ্ট হন
শাখাগুলোর খাবারের মান ও সার্ভিস দেখেন। তার নির্দেশনা দানের উপায় হতে পারে-
i. আদেশ দান
ii. তত্ত্বাবধান
iii. ভয়-ভীতি প্রদর্শন
বিআরটিসি'র উদ্দেশ্য হলো-
i. স্বল্প খরচে নিরাপদ ভ্রমণ
ii. নির্ভরযোগ্য পরিবহন সেবা
iii. স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবহন সেবা