ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে গণ্য হলো-
i. দাতব্য প্রতিষ্ঠান
ii. পোল্ট্রি ফার্ম
iii. ক্লিনিক
নিচের কোনটি সঠিক?
প্রজনন শিল্পের অন্তর্গত হলো-
i. মাছের রেণু উৎপাদন
ii. হাঁস-মুরগির খামার
iii. ফলমূল চাষ
বাণিজ্যের আওতাধীন হলো-
i. ট্রেড বা পণ্য বিনিময়
ii. বাজারজাতকরণ প্রসার
iii. বাজার গবেষণা
একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হলো-
i. যে প্রতিষ্ঠান ব্যক্তিগত উপযোগ সৃষ্টি করে
ii. যে প্রতিষ্ঠান রূপগত উপযোগ সৃষ্টি করে
iii. যে প্রতিষ্ঠান জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিকা
একটা ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থনৈতিক গুরুত্ব হিসেবে বিবেচা-
i. এটি সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করে
ii. এটি কর্মসংস্থানের ব্যবস্থা করে
iii. এটি পণ্য ও সেবার যোগান নিশ্চিত করে
ব্যবসায় হলো-
i. শিল্পীয় কার্যকলাপের সমন্টি
ii. বণ্টনসংক্রান্ত কার্যকলাপের সমন্টি
iii. পণ্য বিনিময় বা ক্রয়-বিক্রয় সংক্রান্ত কার্যকলাপের সমষ্টি
সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য হলো-
i. মুনাফা সর্বাধিকীকরণ
ii. দারিদ্রদ্র্য দূরীকরণ
iii. সামাজিক সমস্যা মোকাবিলা
নিপু মডার্ন হেয়ার কাটিং নামে সেলুনের দোকান চালায়। একে ব্যবসায় বলার পেছনে কারণ-
i. এক্ষেত্রে ঝুঁকি রয়েছে
ii. এতে লেনদেনের পৌনঃপুনিকতা ঘটে
iii. এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়
রফিক গঞ্জ থেকে মাল কিনে স্থানীয় বাজারে এনে বিক্রয় করে। এতে দূর হয়-
i. ব্যক্তিগত বা স্বত্বগত বাধা
ii. কালগত বাধা
iii. স্থানগত বাধা
পরিমল গার্মেন্টস থেকে ঝুট কিনে বিভিন্ন সাইজে ভাগ করে তা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। তার কাজের অন্তর্ভুক্ত হলো- পুরান ঢাকার
i. ক্রয়-বিক্রয়
ii. পরিবহন ও পর্যায়িতকরণ
iii. গুদামজাতকরণ ও বিজ্ঞাপন
মন্টু ভোক্তাদের নিকট সরাসরি পণ্য বিক্রয় ঝামেলাপূর্ণ মনে করে। সেজন্য সে উৎপাদকের নিকট থেকে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। সে কি নিচের কাজগুলো করবে?
i. ক্রয় ও বিক্রয়
ii. পরিবহন ও গুদামজাতকরণ
iii. বাজার গবেষণা ও পণ্য উন্নয়ন