উদ্দীপকের তিন বন্ধু যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন না করে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেন তবে বাড়তি সুবিধা পাবেন-
i. সর্বোচ্চ সংখ্যক সদস্য সংগ্রহে
ii. কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরে
iii. সহজে ঋণ প্রাপ্তিতে
নিচের কোনটি সঠিক?
নিবন্ধক সংশ্লিষ্ট পত্রে যেসব বিষয় অন্তর্ভুক্ত করেন তা হলো-
i. নিবন্ধন ফি
ii. নিবন্ধকের স্বাক্ষর
iii. কোম্পানির উদ্দেশ্য
মানিক সাহেবের মতে অপরিশোধযোগ্য ঋণপত্র কম ঝামেলাপূর্ণ হওয়ায় কারণ হলো-
i. ঋণগ্রহীতা ও দাতা উভয়ই ঋণপত্রের সুবিধা ভোগ করে
ii. ঋণপত্রের আসল টাকা পরিশোধ করে কোম্পানি ঋণপত্র ফেরত নিতে পারে
iii. এরূপ ঋণের টাকা পরিশোধ করা হয় না
বিরাসার ট্রেডার্সের বিলোপসাধনের কারণ হলো-
i. উদ্দেশ্য অর্জিত হয়েছে
ii. নির্দিষ্ট সময় অতিক্রম হয়েছে
iii. উদ্দেশ্য অবৈধ বিবেচিত হয়েছে
সুজন ও শোভন মার্চেন্টডাইজার হলে যে সুবিধা ভোগ করবে তা হলো
1. আকর্ষণীয় বেতন-ভাতা পাবে
ii. যেকোনো মুহূর্তে ভ্রমণের সুযোগ পাবে
iii. দ্রুত পদোন্নতির সুযোগ পাবে
বান্ধবীরা তাদের ব্যবসায়ের পৃথক মর্যাদা থাকবে বলতে কী বুঝিয়েছে?
i. মালিক থেকে প্রতিষ্ঠানের সত্তা আলাদা হবে
ii. প্রতিষ্ঠান নিজ নামে পরিচিত ও পরিচালিত হবে
iii. কোম্পানির সত্তা ও শেয়ারহোল্ডারদের সত্তা অভিন্ন হবে
নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে শহীদ ও তার বন্ধুদের করণীয় হলো-
i. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ
ii. সদস্য সংখ্যা বৃদ্ধি
iii. বিবরণপত্র প্রচার