মাসলোর চাহিদা সোপান তত্ত্বের অন্তর্ভুক্ত হলো –
ⅰ. জৈবিক চাহিদা
ii. সামাজিক চাহিদা
iii. অধিক প্রাপ্তির চাহিদা
নিচের কোনটি সঠিক?
আত্মতৃপ্তির চাহিদা হলো-
i. সুনাম
ii. সহযোগিতা
iii. প্রভাব-প্রতিপত্তি
নিচের কোনটি, সঠিক?
প্রেষণার ফলে বৃদ্ধি পায়-
i. কর্মীর মনোবল
ii. কর্মীর কার্যসন্তুষ্টি
iii. কর্মীর নমনীয়তা
বিভিন্ন পর্যায়ের জনশক্তি একই উপায়ে সমান প্রেষিত হয় না। এর কারণ হলো-
i. কর্মীদের অভাবের ভিন্নতা
ii. কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিন্নতা
iii. কর্মীদের বংশ গৌরবের ভিন্নতা
প্রেষণা ও মনোবল সম্পর্কিত-
i. প্রেষণা ও মনোবল উভয়ই ব্যক্তির মনের সাথে সম্পৃক্ত
ii. প্রেষণা কর্মীর কাজ করার ইচ্ছার সাথে জড়িত
iii. মনোবল কর্মীর ইচ্ছাকে প্রভাবিত করে
প্রেষণা কর্মীর মনোবল উন্নয়ন করে-
i. সুসমন্বয়ের মাধ্যমে
ii. অভাববোধ ও তা পূরণের মাধ্যমে
iii. প্রশিক্ষণ দান করে
ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রেষণার গুরুত্ব সম্পর্কিত তিনটি বিবৃতি হলো-
i. পরিকল্পনা, সমন্বয়, নিয়ন্ত্রণ প্রভৃতি কার্য বাস্তবায়নে সহায়ক
ii. কর্মীর মনোবল ও দক্ষতা বৃদ্ধির সহায়ক
iii. শ্রমঘণ্টা হ্রাস পায়, কিন্তু ব্যয় বৃদ্ধি পায়