প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপ থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও জনাব হাবিব তার কর্মীদের অতিরিক্ত অর্থ প্রদান করতে পারেন না। কর্মীদের উৎসাহ বৃদ্ধিতে এক্ষেত্রে জনাব হাবিব করতে পারেন-
i. উত্তম ব্যবহার
ii. রেশন প্রদান
iii. ভালো কাজের প্রশংসা
নিচের কোনটি সঠিক?
কর্মীদের প্রশিক্ষণ প্রদান করলে বৃদ্ধি পাবে-
i. বোনাসের অংশ
ii. কর্মীদের দক্ষতা
iii. অধিক দায়িত্বপূর্ণ কাজে অংশগ্রহণ
প্ররোচক হতে পারে-
i. আর্থিক
ii. দীর্ঘস্থায়ী
iii. অনার্থিক
পেটেন্ট আইন-
i. গবেষণা উদ্ভাবনীকে উৎসাহিত করে
ii. মূলধন বিনিয়োগ করার ক্ষেত্রে প্ররোচিত করে
iii. নতুন প্রযুক্তি সৃষ্টির ক্ষেত্রে উদ্দীপনার সৃষ্টি করে
কোনো আবিষ্কারকে পেটেন্ট সনদ পাওয়ার আবশ্যকীয় উপাদান হলো-
i. আবিষ্কারটি অবশ্যই নতুন হতে হবে
ii. শিল্প উপযোগিতা থাকবে
iii. আইনগতভাবে নিষিদ্ধ বিষয়ের সাথে সম্পূর্ণ যুক্ত
পেটেন্টের উদ্দেশ্য হলো-
i. উদ্ভাবককে একচ্ছত্র মালিকানা প্রদান
ii. অসাধু ব্যবসায়ীদের দ্বারা ক্ষতির আশঙ্কা রোধ
iii. বাজারে উদ্ভাবিত পণ্য বিক্রয়ের নিশ্চয়তা প্রদান
পেটেন্ট সৃষ্টি করা হয়-
i. সৌন্দর্য দ্বারা
ii. মেধা দ্বারা
iii. মনন দ্বারা
পেটেন্টের আবেদন গ্রহণ করলে রেজিস্ট্রার-
i. বিষয়বস্তু গোপন রাখেন
ii. আবেদনকারীকে নোটিশ দেবে
iii. আবেদন গ্রহণ বিষয়ে বিজ্ঞাপন দেবে