ব্যবস্থাপনার 6'M' এর মধ্যে অন্তর্ভুক্ত হলো-
i. মানুষ
ii. মালামাল
iii. মেশিন
নিচের কোনটি সঠিক?
পরিকল্পনার উৎকর্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থাপকের করণীয়-
i. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ
ii. সঠিকভাবে ভবিষ্যৎ অনুমানে সচেষ্ট থাকা
iii. প্রতিটি কাজের জন্য বাজেট নির্ধারণ
মানবসম্পদ ব্যবস্থাপনার কর্ম প্রয়াস হিসেবে মানবসম্পদ বিভাগ কর্তৃক সম্পাদিত কাজগুলো-
i. কর্মীর উন্নয়ন ও মূল্যায়ন
ii. মূল্য প্রদান
iii. কার্যকর জনশক্তি সংরক্ষণ
ব্যবস্থাপকের উক্ত কাজের ফলে-
i. ভুল সংশোধন হবে
ii. ভুলের পুনরাবৃত্তি হবে না
iii. পরিকল্পনা সহজ হবে
প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপকদের প্রয়োজন হয়-
i. কারিগরি দক্ষতা
ii. শারীরিক সামর্থ
iii. মানসিক শক্তি
ব্যবস্থাপনার কার্যাবলি হলো-
i. পূর্বানুমান
ii. পরিকল্পনা
iii. প্রেষণা
পরিকল্পনার অন্তর্ভুক্ত হলো-
i. কী কী কাজ করতে হবে
ii. কে বা কারা তা সম্পাদন করবে
iii. কার্যাদি চিহ্নিতকরণ ও বিভাজন
মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা পরিচালক হলেন-
i. উৎপাদন ব্যবস্থাপক
ii. ব্যবস্থাপনা পরিচালক
iii. শ্রমিক-কর্মী ব্যবস্থাপন
তত্ত্বাবধায়ন পর্যায় বলা হয়-
i. উচ্চস্তরের ব্যবস্থাপনাকে
ii. মধ্যমস্তরের ব্যবস্থাপনাকে
iii. নিম্নস্তরের ব্যবস্থাপনাকে
মি. শফিক টেক্সটাইল মিলের উৎপাদন ব্যবস্থাপক। বছর শেষে তিনি তার বিভাগের কাজ নিয়ন্ত্রণের জন্য যা করতে পারেন-
i. কার্য পরিমাপ
ii. মূল্যায়ন
iii. দায়ী ব্যক্তিদের চাকরিচ্যুতি
ব্যবস্থাপনা সর্বজনীনতা পেয়েছে কোন ক্ষেত্রে-
i. প্রতিষ্ঠান পরিচালনায়
ii. রাষ্ট্র পরিচালনায়
iii. সমাজ পরিচালনায়