ক্রয় ভ্যাট যদি বিক্রয় ভ্যাটের চেয়ে বেশি হয় তবে তা কী প্রকাশ করে?
সুনাম হলো ব্যবসায়ের- i. অদৃশ্যমান সম্পদii. স্থায়ী সম্পদiii. অলীক সম্পদনিচের কোনটি সঠিক?
ক্রেতার নিকট হতে প্রাপ্ত মূল্য সংযোজন কর কী?
নিচের কোনটি বহির্দার?
১০ মাসের বেতন প্রদত্ত হয়েছে ৬০,০০০ টাকা। বকেয়া বেতনের পরিমাণ কত?
শ্রেণিবিন্যাসকৃত স্থিতিপত্রে খুচরা যন্ত্রাংশ কোথায় অন্তর্ভুক্ত হয় ?
নিচের কোনটি কাল্পনিক সম্পদ?
ঋণপত্র কোম্পানির কোন ধরনের দায়?
আর্থিক অবস্থার বিবরণী কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাব কালের-
আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়-i. দায় ও মূলধনের পরিমাণ নির্ণয়ের জন্য ii. আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়ের জন্যiii. মোট সম্পদের পরিমাণ নির্ণয়ের জন্যনিচের কোনটি সঠিক?
কোনটি সম্পদ?
ঘোষিত লভ্যাংশের যে অংশ এখনও কেউ দাবি করেনি তাকে বলে-
১০% হারে ১১ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করা হলো- এটি কোন ধরনের সম্পত্তি?
রক্ষিত আয় বিবরণীর মূল উদ্দেশ্য কী?
ব্যবসার সম্পত্তি, দায়, মালিকানাস্বত্ব ও লাভ-ক্ষতি জানতে সাহায্য করে-i. আয় বিবরণীii. নগদ প্রবাহ বিবরণীiii. আর্থিক অবস্থার বিবরণীনিচের কোনটি সঠিক?
৬% হারে ৩ মাসের বিনিয়োগের বকেয়া সুদ ৩০০ টাকা হলে বছরে বিনিয়োগের পরিমাণ কত?
সমাপনী মজুদ মূল্যায়নের পর যদি পণ্য আগুনে বিনষ্ট হয় এবং বিমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় তবে আর্থিক বিবরণীতে এর ব্যবহার হবে- i. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয়ে বিয়োগii. সমাপনী মজুদ পণ্য হতে বিয়োগiii. আয় বিবরণীতে অস্বাভাবিক ক্ষতি হিসেবে বিয়োগ
নিচের কোনটি সঠিক?
যৌথ মূলধনী কারবারগুলো লভ্যাংশ প্রদান করে-
ভ্যাট চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে-
দায় গ্রাহকের কমিশন আর্থিক অবস্থার বিবরণীর কোথায় দেখাতে হয়?