বাকিতে পণ্য বিক্রয় হলো কোন ধরনের লেনদেন?
কে চালান প্রস্তুত করেন?
অবচয় কোন ধরনের লেনদেন?
দুতরফা দাখিলা পদ্ধতির মূল প্রতিপাদ্য বিষয় কোনটি?
কোন পদ্ধতিতে হিসাবরক্ষণে অধিক সময়ের প্রয়োজন?
বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে?
১৫% ভ্যাটসহ মনিহারি ক্রয় ২,৩০০ টাকা এক্ষেত্রে মনিহারি হিসাবে কত টাকা ডেবিট হবে?
নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?
জনাব সাহেদের ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল ২৫,০০০ টাকা। ১০ জানুয়ারি তারিখে পণ্য বিক্রয় করে ১০,০০০ টাকার ১টি চেক পেয়ে ব্যাংকে জমা করেন। ২০ জানুয়ারি তারিখে চেকটি প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলে কোনটি বৃদ্ধি পাবে?
i. নগদ টাকা
ii. ব্যাংকে জমা
iii. প্রাপ্য হিসাব
নিচের কোনটি সঠিক?
ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়?
জনাব রজব তার ব্যবসায়ে ব্যবহারের জন্য নতুন আসবাবপত্র ক্রয় করেন। তিনি এর পরিবহন খরচ বাবদ ৫,০০০ টাকা নগদে পরিশোধ করেন। পরিবহন খরচের জন্য নিচের কোন হিসাবটি ডেবিট হবে?
নিচের কোন হিসাবটি ডেবিট জের প্রদর্শন করে?
নিচের কোন হিসাবগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে?
বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট করা হবে?
জনাব হাফিজ ৬০,০০০ টাকার পণ্য বিনামূল্যে বিতরণের ফলে লেনদেনটিতে লিপিবদ্ধ হবে-
i. ক্রয় হিসাব ডেবিট
ii. ক্রয় হিসাব ক্রেডিট
iii. বিজ্ঞাপন হিসাব ডেবিট
নিচের কোন হিসাবটি ক্রেডিট জের প্রদর্শন করে?
যদি বিক্রয়মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে কোন হিসাবটি ক্রেডিট করা হবে?
দাগকাটা চেকের মাধ্যমে ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলে কোন হিসাব ডেবিট করতে হবে?
অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে-
i. কম্পিউটার ক্রয় করলে
ii. মোটরগাড়ি ক্রয় করলে
iii. ফ্যান ক্রয় করলে
খতিয়ানে হিসাব চক্রের কোন কাজটি সম্পন্ন করা হয়?