ব্যবসায় প্রতিষ্ঠানকে এর মালিক থেকে সম্পূর্ণ পৃথক বিবেচনা করা হয় কোন নীতির ভিত্তিতে?
কোন নীতি অনুসারে মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ব্যবসায়ের একটি দায়?
মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন কারবারের একটি –
কোন নীতির আলোকে আয়ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণিতে বিভক্ত করা হয়?
দুতরফা দাখিলা পদ্ধতি কোন নীতির ওপর করা হয়?
সম্ভাব্য ক্ষতির জন্য সঞ্চিতি কারবারের একটি –
হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণে ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম সেটি ধরা হয়?
কোন নীতির আলোকে সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা হয়?
কোনটি আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না?
"সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবভুক্ত না করা" - এটা কোন নীতি?
দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি- এটি কীসের উদাহরণ?
সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের নীতিগত ভিত্তি হলো-
যে নীতি অনুযায়ি স্থায়ি সম্পদসমূহের যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যেই প্রতি বছর আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় সেই নীতিকে বলে-
বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়-
হিসাব রক্ষকের জ্ঞান অভিজ্ঞতা বুদ্ধিমত্তার দ্বারা লেনদেনসমূহ হিসাব ভুক্তকরণ করবো বুঝায়-
বাড়ি ভাড়া ৫০০ টাকা অগ্রীম পাওয়া গেছে। এটি কোন নীতি অনুযায়ি প্রাপ্ত বাড়ি ভাড়া থেকে বাদ যাবে?
অনাদায়ি পাওনা সঞ্চিতি কোন নীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে দেনাদার থেকে বাদ যায়?
প্রতিষ্ঠানের অনন্ত আয়ুষ্কালকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে ভাগ করা হয় কোন নীতি অনুযায়ী?
কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই?
'চলমান নীতি' অনুযায়ী ব্যবসায়ের নির্দিষ্ট কী নেই?