XYZ কোম্পানির মোট মুনাফা ১০,০০,০০০ টাকা। কিন্তু পরিচালন ক্ষতি ২৫,০০০ টাকা। এর কারণ কী?
শেয়ার অবহার কী ধরনের সম্পত্তি?
রত্না স্টোরের রেওয়ামিলে ১০ মাসের বেতন ৯০,০০০ টাকা দেওয়া আছে। উক্ত প্রতিষ্ঠানের বার্ষিক বেতনের পরিমাণ কত?
দীর্ঘস্থায়ী দায় কোনটি?
চলতি দায়ের উদাহরণ কোনটি?
'X' কোম্পানি ১০% অধিহারে শেয়ার ইস্যু করে মোট ১,১০,০০০ টাকা পেলে, পরিশোধিত মূলধনের পরিমাণ কত?
সাধারণ সঞ্চিতি ও অনাদায়ি সঞ্চিতি –
পেটেন্ট, ট্রেডমার্ক কী?
অনাদায়ী পাওনা ব্যবসায়ের কী?
স্থায়ী সম্পদ যদি স্বল্পমূল্যের হয় তবে তা সংশ্লিষ্ট বছরের খরচের খাতে লেখা হিসাববিজ্ঞানের কোন ধারণার প্রতিফলন?
দীর্ঘদিন ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের মূল্য যতটুকু হ্রাস পায় তাকে কী বলে?
'X' লিঃ এর নিট ক্রয় কত?
ব্যবসায়ের মূল পরিচালন আয় কোনটি?
হিসাববিজ্ঞানের কোন নীতির আলোকে মালিককে ব্যবসায় থেকে সম্পূর্ণ পৃথক বিবেচনা করা হয়?
'X' লিঃ এর বিক্রিত পণ্যের ব্যয় কত?
একটি ব্যবসায় প্রতিষ্ঠানের পাওনাদার ২০,০০০ টাকা, ব্যাংক জমা ৫০,০০০ টাকা, হাতে নগদ ১০,০০০ টাকা হলে উক্ত প্রতিষ্ঠানের তারল্য অনুপাত কত?
আসবাবপত্রের ক্রয়মূল্য ১,২০,০০০ টাকা, পুঞ্জিভূত অবচয় ২০,০০০ টাকা, আসবাবপত্রের বই মূল্যের ওপর ১০% হারে অবচয় ধার্য করা হলে অবচয়ের পরিমাণ কত হবে?
কোনটি দীর্ঘমেয়াদি দায়?
চলতি অনুপাত কত হওয়া ভালো?
অনাদায়ীকৃত লভ্যাংশ-
i. ঘোষণাকৃত লভ্যাংশের একটি অংশ
ii. একটি চলতি দায়
iii. দীর্ঘদিন পর মুনাফার সাথে সমন্বয় করা যায়
নিচের কোনটি সঠিক?