নিচের কোন অনুপাতটি দীর্ঘমেয়াদি সচ্ছলতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়?
সমন্বিত ক্রয় থাকলে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না-
রেওয়ামিলে মূলধন না থাকলে ক্রেডিট দিকে গরমিল উদ্বৃত্তকে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লেখার কারণ কী?
রেওয়ামিল প্রস্তুতের বিবেচ্য বিষয় কতটি?
কোনটি পরিচালন ব্যয়?
ক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কোন হিসাব ধরে ক্রেডিট করতে হবে?
প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত থাকে-i. সমাপনী হাতে নগদের মধ্যেii. সমাপনী ব্যাংক ব্যালেন্সের মধ্যে,iii. সমাপনী মজুদ পণ্যের মধ্যে
নিচের কোনটি সঠিক?
অবলোপনযোগ্য খরচাবলি-
i. সাধারণ খরচাবলি
ii . প্রারম্ভিক খরচাবলি
iii. অবলেখকের কমিশন
কোনটি লিপিবন্ধে রেওয়ামিলে সতর্কতা অবলম্বন আবশ্যক?
রেওয়ামিলে অনিশ্চিত হিসাব নির্ণয়ের ক্ষেত্রে ক্রেডিট দিকে প্রথমেই খুঁজতে হবে-
অদাবিকৃত লভ্যাংশ কোম্পানির কী?
ভাড়া, বাট্টা, কমিশন, সুদ এগুলো রেওয়ামিলের কোনদিকে বসে?
সুনাম কোন প্রকারের সম্পত্তি?
পরিবর্তনশীল ব্যয় হলো-
i. প্রত্যক্ষ কাঁচামাল
ii. অবচয়
iii. প্রত্যক্ষ মজুরি
প্রাপ্য আয় রেওয়ামিলের কোথায় বসবে?
৩০ জুন, ২০১৯ তারিখের একটি রেওয়ামিলে অগ্রিম ভাড়া ৩,০০০ টাকা Cr করা হয়েছে এবং বহিঃফেরত ১,৮০০ টাকা Dr করা হয়েছে। অন্যান্য সকল হিসাব সঠিক থাকলে রেওয়ামিলটির উভয় দিকের পার্থক্যের পরিমাণ হবে-
ব্যাংকে ৮০,০০০ টাকা জমার ফলে ব্যাংক ১২% হারে সুদ প্রদান করে। এক্ষেত্রে রেওয়ামিলে ব্যাংক জমার সুদ কত এবং কোথায় অন্তর্ভুক্ত হবে?
অংশীদারদের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত কী?
বিক্রীত পণ্যের ব্যয় ২,১৮,০০০ টাকা, সমাপনী মজুদ ২৭,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুদ ১৫,০০০ টাকা হলে এ বছরে ক্রয়ের পরিমাণ কত?
সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়ামিলের-