জাতীয়তার কোন উপাদানটিকে বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয় না?
রাষ্ট্রের উৎপত্তির সঠিক তত্ত্ব কোনটি?
পৃথিবীর সকল মুসলমান এক জাতি কেন ?
হিটলার কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন?
জাতীয়তাবাদ হচ্ছে-
i. ভাবগত ধারণা
ii. মানসিক ধারণা
iii. আপেক্ষিক ধারণা
নিচের কোনটি সঠিক?
জাতীয়তা—
i. কোনো জনসমষ্টিকে অন্য জনসমষ্টি থেকে আলাদা করে
ii. একটি মানসিক ধারণা
iii. নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে
বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তারা অধিক গুরুত্বারোপ করেন-
i. ভাষার ওপর
ii. ধর্মের ওপর
iii. সংস্কৃতির ওপর
“ও আমার বাংলা মা তোর রূপের সুধায়. হৃদয় আমার যায় জুড়িয়ে” উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে?
সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে । উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে?
দেশপ্রেমের মূলে রয়েছে—
ইংরেজি 'Patriotism' শব্দটির অর্থ কী?
নিজ দেশের প্রতি অনুগত থেকে দেশের মাটি ও মানুষকে ভালোবাসাই হচ্ছে—
“ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা”— উক্ত বন্দনাটি কার রচিত?
" ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা” – উক্ত বন্দনায় কী প্রকাশ পেয়েছে?
নিঃস্বার্থভাবে রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে অনুপ্রাণিত করে কোনটি?
'Patriotism' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
দেশ ঠিক মায়ের মতোই- এ উপলব্ধিকে কী বলা হয়?
দেশপ্রেম বলতে বোঝায়—
i. নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা
ii. মাতৃভূমির প্রতি ত্যাগ স্বীকার করা
iii. অন্য জাতির প্রতি ঘৃণা প্রদর্শন করা
দেশপ্রেম বলতে বোঝায়-
i. নিজ দেশের জন্য গর্ববোধ করা
ii. জাতীয় সম্পদের অপচয় না করা
iii. অন্য জাতিকে ছোট মনে করা
জাতীয়তাবাদ সৃষ্টি করে—