'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান ?
‘ক' রাষ্ট্রের রাষ্ট্রপতি কার কাছে দায়বদ্ধ?
রেখাচিত্র থেকে কোন ধরনের সরকার ব্যবস্থার ধারণা পাওয়া যায়?
চিত্রে প্রদর্শিত সরকারব্যবস্থায় লক্ষ করা যায়—
i. দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা
ii. কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য
iii. যুক্তরাষ্ট্রীয় আদালত
নিচের কোনটি সঠিক?
রাজুর দেশে কোন ধরনের সরকার বিদ্যমান?
উক্ত সরকারের সফলতার জন্য প্রয়োজন-
i. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান
ii. ভৌগোলিক একতা
iii. বিচার বিভাগের প্রাধান্য
]নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে মিস্টার জন সরকারের কোন বিভাগের নির্বাচিত সদস্য?
মিস্টার জনের কর্মকাণ্ডে রাষ্ট্রে—
i. সুশাসন প্রতিষ্ঠিত হবে
ii. জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে
iii. ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে বাধাগ্রস্ত হবে
জনাব জাবেদ কোন আইনের আলোকে আবেদন করেন?
জনাব জাবেদের আবেদনের ফলে-
i. প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত হয়
ii. সরকারি কাজকর্মে হস্তক্ষেপ করা হয়
iii. নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়
রাশেদ সাহেব একজন—
রফিক সাহেব একজন—
i. আইন বিভাগের সদস্য
ii. শাসন বিভাগের সদস্য
iii. আমলা
'?' চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগটি বসবে?
উক্ত বিভাগটি গুরুত্বপূর্ণ কারণ—
i. জনস্বার্থে কাজ করে
ii. জন অধিকারে আইন প্রণয়ন করে
iii. শাসন নীতি প্রণয়ন করে
উদ্দীপকে জনাব সাদিয়া ফয়জুননেছাকে নিয়োগদানকারী বিভাগ কোনটি ?
রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি অধ্যাদেশ জারি করেন?
যিনি অধ্যাদেশ জারি করেন, তিনি-
i. সরকারের নামসর্বস্ব রাষ্ট্রপ্রধান
ii. রাষ্ট্রপ্রধান ও শাসন বিভাগের প্রধান
iii. সরকারপ্রধান
(?) চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগটি বসবে ?
উক্ত বিভাগের গুরুত্ব অপরিসীম, কারণ—
i. আইন প্রণয়ন করে
ii. জনগণের অধিকার সংরক্ষণ করে
iii. আইনের ব্যাখ্যা ও প্রয়োগ করে
. (?) চিহ্নিত স্থানে সরকারের যে বিভাগ বসবে তা হলো-
i. আইন
ii. বিচার
iii. শাসন