সর্বদা লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষের টাকার পরিমাণ কীরূপ হবে?
দুতরফা দাখিলায় মোট ডেবিট টাকা-
কোন পদ্ধতিতে হিসাব রাখলে রেওয়ামিলের দ্বারা গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা যায়?
গাণিতিক নির্ভুলতা দুতরফা দাখিলা পদ্ধতির একটি-
হিসাবসমীকরণের ভিত্তি হলো-
হিসাবচক্রের কোন ধাপে হিসাবসমূহের নির্ভুলতা যাচাই করা হয়?
'আর্থিক বিবরণী প্রস্তুতকরণ' হিসাবচক্রের কোন স্তরে রাখা হয়?
দেনাদারের ওপর ১০% অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন কোন বইতে লিখতে হবে?
হিসাবচক্রের প্রথম ধাপে কোন কাজটি করা হয়?