HIV সুস্থ দেহে প্রবেশের পর প্রায় কত মাস পরে এইডস রোগের লক্ষণ প্রকাশ পায়?
উভলিঙ্গ ফুলে-
i. গর্ভাশয় থাকেii. পুংস্তবক থাকেiii. পুংকেশর থাকে না
নিচের কোনটি সঠিক?
বৃত্তি হলো—
i. ফুলের বাইরের স্তবক ii. ফুলের ভিতরের স্তবকiii. ফুলের পরাগায়নের মাধ্যমে
স্ব-পরাগী ফুল—
i. সরিষা ii. ধুতুরাiii. পেঁপে
সরিষা ফুলে মৌমাছি বসলে-
i. সরিষা উদ্ভিদ ক্ষতিক্রম হয়
ii. মৌমাছি উপকৃত হয়
iii. সরিষা ক্ষেতের মালিক লাভবান হয়
বায়ুপরাগী ফুল-
i. আকারে বড় হয়
ii. গর্তমুক্ত যুক্ত হয়
iii. মধুগ্রন্থি অনুপস্থিত থাকে
পেঁপের ক্ষেত্রে প্রযোজ্য-
i. একটি ফুল
ii. ভিন্নবাসী উদ্ভিদ
iii. সবৃন্তক ফুল
হিগুচ্ছ পরাগদণ্ড যুক্ত ফুলের
i. পরাগধানী দ্বিগুচ্ছে থাকে
ii. পরাগদন্ড দ্বিগুচ্ছে থাকে
iii. উদাহরণ : মটর গাছ
সবুজ রঙের বৃতি—
i. খাদ্য প্রস্তুত করে
ii. ফুলের ভিতরের অংশকে রক্ষা করে
iii. পশু, পাখিকে আকর্ষণ করে
জনি দেখল, ছোট ছোট পাখি শিমুল গাছের ফুলের এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়াচ্ছে। জনির দেখা গাছটির বীজ থেকে উৎপন্ন চারা-
i. বেশি জীবনী শক্তি সম্পন্নii. হুবহু মাতৃ উদ্ভিদের মতiii. সহজে পরিবেশের সাথে খাপ খায়
বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো—
i. আকারে বড়ii. গর্ভমুণ্ড অবিভক্তiii. মধুগ্রন্থি অনুপস্থিত
পতঙ্গ পরাগী ফুলগুলো-
i. আকারে বড় হয় ও রঙিন হয়
ii. পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো ও সুগদিযুক্ত হয়
iii. আকারে ছোট ও গন্ধহীন হয়
পানি পরাগী ফুলের বৈশিষ্ট্য-i. ফুলগুলো হালকাii. ফুলগুলোর সুগন্ধ নেইiii. স্ত্রী ফুলের বৃন্ত লম্বা
পরাগরেণু অঙ্কুরিত হয়ে গঠন করে-i. প্রতিপাদ কোষii. জেনারেটিভ কোষiii. নালি কোষ
ফুলের ডিম্বাণু নিষিক্তকরণের পর ভিত্তি কোষ হতে সৃষ্টি হয়-i. ভূণধারকii. বীজপত্র ও তৃণমূলiii. ভ্রূণকাণ্ড
প্রকৃত ফল হলো-i. আমii. জানiii. আপেল
অযৌন জননের ক্ষেত্রে-i. শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ প্রক্রিয়াii. অপত্য জীবগুলো মাতৃজীবের অনুরূপ হয়iii. বৈচিত্র্যতা কম পরিলক্ষিত হয়
মানব শরীরে প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণকারী গ্রন্থি- i. আইলেটস অফ ল্যাংগারহ্যানসii. থাইরয়েডiii. পিটুইটারি
পিটুইটারি গ্রন্থির কাজ- i. জনন গ্রন্থি বৃদ্ধিii. দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণiii. জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ