উদ্ভিদের পাতার গ্যাস বিনিময়ের জন্য কোনটি তৈরি হয়?
পর্যাপ্ত আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণের হার কেমন হতো?
কোন প্রকার জীবের শ্বাস নেওয়ার জন্য বিশেষ কোনো অঙ্গ নেই?
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন O2 এর কিছু অংশ কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
শ্বসন প্রক্রিয়া কতক্ষণ সংঘটিত হয়?
মানবদেহে অক্সিজেন কার সাহায্যে বিভিন্ন অঙ্গে পৌঁছায়?
পরিপাককৃত খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
শ্বসনে সৃষ্ট CO2 কার মাধ্যমে ফুসফুসে যায়?
খাদ্যবস্তুর জারণকে কী বলে?
শ্বসন প্রক্রিয়ায় খাদ্যস্থ মজুদ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
C6H12O6 + 6O2 → 6CO2 + 6H2O + 38ATP (শক্তি) উক্ত বিক্রিয়াটি শ্বসনের কোন ধরনের বিক্রিয়া?
শ্বসনতন্ত্রের কোন অঙ্গের শ্বসনে কোনো ভূমিকা নেই?
ফুসফুস থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে?
শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি?
মানবদেহে কত সময় পর্যন্ত O2 সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু অনিবার্য ?
গলবিলের অংশ কোনটি?
স্বরযন্ত্রের উপর জিহ্বা আকৃতির ঢাকনাটির নাম কী?
Larynx এর অবস্থান কোথায়?
ব্রঙ্কাস কোন তন্ত্রের অংশ?
নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ?