মানুষের লালাগ্রন্থি কয় জোড়া?
অগ্ন্যাশয় রসে কোন এনজাইমগুলো থাকে?
পিত্তথলি কোন নালির মাধ্যমে ডিওডেনামে প্রবেশ করে?
গ্লুকাগন নিঃসরণে কোন গ্রন্থি কাজ করে?
দুই কানের সামনে ও নিচে বিদ্যমান গ্রন্থি কোনটি?
কোনটি পিত্তরস তৈরি করে?
যকৃতে উদ্বৃত্ত গ্লুকোজ কীরূপে সঞ্চয় করে রাখে?
অগ্ন্যাশয় থেকে নিচের কোনটি নিঃসৃত হয়?
ইউরিয়া কোথায় তৈরি হয়?
কোনটির মাধ্যমে কোলেস্টেরোল দেহ থেকে অপসারিত হয়?
যকৃত অতিরিক্ত অ্যামাইনো এসিডকে ভেঙে নিচের কোন পদার্থটি তৈরি করতে পারে?
মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
ইউরিক এসিড কোথায় তৈরি হয়?
পিত্তরসের বর্ণ কোনটি?
মুখগহ্বরে কোন এনজাইম শর্করা পরিপাকে অংশ নেয়?
মুখ গহ্বর থেকে খাদ্য কোন প্রক্রিয়ায় পাকস্থলীতে প্রবেশ করে?
গ্যাস্ট্রিক রসের প্রধান উপাদান কোনটি?
কোন জাতীয় খাদ্য সাধারণত পাকস্থলীতে পরিপাক হয় না?
খাদ্য-মিশ্রিত মণ্ড কপাটিকা ভেদ করে কোথায় প্রবেশ করে?
কোনটিতে ল্যাকটেজ এনজাইম থাকে?