রাফেজ কী জাতীয় খাদ্য?
চর্বি জমার প্রবণতা হ্রাসে সহায়ক ভূমিকা রাখে কোন খাবার?
কোন খাবার খেলে ক্ষুধা প্রবণতা হ্রাস পায়?
বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে কোনটি?
আঁশযুক্ত খাবার আমাদের কোন উপকারটি করে?
খাদ্য পিরামিডের উপর থেকে ২য় স্তরে কোন খাদ্য রয়েছে?
খাদ্য পিরামিডের নিচের স্তরে খাদ্য উপাদান কোনটি?
আদর্শ খাদ্য পিরামিডের সর্বোস্তরে কোনটি থাকা উচিত?
আদর্শ খাদ্য পিরামিডের সর্বনিম্নস্তরে কোনটি থাকা উচিত?
কোন খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন, রাফেজ ও সেলুলোজ থাকে?
কোন খাদ্য সহজপাচ্য হয়?
কোনটিতে ক্যালরি বেশি থাকে?
100 গ্রাম 'ইলিশ মাছ থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
১০০ গ্রাম 'চিংড়ি' থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
কোন গ্রন্থিতে গলগণ্ড হয়?
উত্তরবঙ্গে গয়টার রোগীর সংখ্যা বেশি কেন?
ইলিশ মাছ নিচের কোন রোগটি প্রতিরোধ করে?
কোন হরমোনটির অধিক নিঃসরণের ফলে টক্সিক গলগণ্ড হয় ?
টক্সিক গলগণ্ড এর লক্ষণ কোনটি?
গলগণ্ডের অন্যতম কারণ কী?