ভেটকি মাছ পুকুরের কোন স্তরের খাদক?
মৃতজীবী ও পরজীবী খাদ্য শিকলে কোনটি অনুপস্থিত?
উদ্ভিদের জন্য বেশি পুষ্টিকর কোনটি?
উদ্ভিদ সৌর শক্তিকে কোন শক্তি হিসেবে শর্করায় মজুদ করে?
উচ্চ পর্যায়ের মাংসাশী প্রাণী কোন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে?
বাস্তুতন্ত্রের একটি লেভেল থেকে উপরের লেভেলে কতটুকু শক্তি সঞ্চারিত হয়?
শক্তির ক্রমবর্ধমান ক্ষয় খাদ্য শিকলকে কয়টি ধাপের মধ্যে সীমাবদ্ধ রাখে?
মৌমাছির মধু আহরণ কোন ধরনের মিথস্ক্রিয়া?
ধাত্তর প্রাণীর ক্ষেত্রে-
i. এরা আবর্জনা খায়
ii. শকুন, শিয়াল, হায়েনা ইত্যাদি
iii. এরা মৃতদেহ খেয়ে পরিবেশ নোংরা করে
নিচের কোনটি সঠিক?
জীববৈচিত্র্য বলতে বুঝায়-i. একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য থাকে নাii. জীবসমূহের প্রাচুর্য ও ভিন্নতা।iii. এদের তিন ভাগে ভাগ করা যায়
Rhizobium ব্যাকটেরিয়া—i. শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করেii. বায়বীয় নাইট্রোজেনকে সংবন্ধন করেiii. উদ্ভিদের প্রজনন কাজে সাহায্য করে
Biotechnology শব্দটি কয়টি শব্দের সমন্বয়ে গঠিত?
‘বায়োটেকনোলজি' শব্দটি প্রবর্তন করেন কে?
কত সালে Biotechnology শব্দটি প্রবর্তিত হয়?
কার্ল এরেকি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
জেনেটিক্স এর সূত্রসমূহ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
গ্রেগর জোহান মেন্ডেল কত সালে জেনেটিক-এর সূত্রসমূহ আবিষ্কার করেন?
জীবপ্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে কৃষি উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয় কোনটি?
গাজন এবং চেলাইকরণের প্রযুক্তিজ্ঞান মানুষ কত বছর আগে রপ্ত করেছিল?
টিস্যু কালচারে নিচের কোনটিতে পুষ্টি ও বর্ধনের জন্য সকল প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়?