থ্যালাসেমিয়ায়-
i. ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপন্ন হয়
ii. মাইনরে থ্যালাসেমিয়ার জিন বাবার থেকে পার
iii. বাহক মা ও বাবার থ্যালাসেমিয়ার সন্তান জন্মের সম্ভাবনা 2/4 ভাগ
নিচের কোনটি সঠিক?
DNA টেস্টের জন্য জৈবিক নমুনা হলো—
i. লালা
ii. চুল
iii. রক্ত
X ও Y ক্রোমোজোম আকৃতিতে-
i. গোলাকার
ii. লম্বা
iii. রডের মতো
জটাজোম অংশগ্রহণ করে-i. দেহ গঠনেii. লিঙ্গ নির্ধারণেiii. স্তূপ গঠনে
β থ্যালাসেমিয়া রোগ বেশি দেখা যায়-
i. আফ্রিকারii. দক্ষিণ পূর্ব এশিয়ারiii. ভূ-মধ্যসাগরীয় এলাকায়
পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ হলো-i. সমুদ্রের পানিii. নিউক্লিও প্রোটিনiii. মিথেন, অ্যামোনিয়া ইত্যাদি
বিবর্তনের ফলে জীবের সংখ্যা বৃদ্ধি পায়i. আনুপাতিক হারেii. গাণিতিক হারেiii. জ্যামিতিক হারে
DNA তে মোট কতগুলো নাইট্রোজেন বেস থাকে?
সাইটোসিন ও থায়ামিনকে কী বলে?
পিউরিন
পুয়ানিন
এডিনিন
পাইরিমিডিন
একটি সূত্রের গুয়ানিন অন্য সূত্রের সাইটোনিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে?
নিচের কোনটি DNA টেস্টের জৈবিক নমুনা?
কোনটি শারীরবৃত্তীয়, ভ্রুণ দেহ গঠনে অংশগ্রহণ করে?
কোনো রং সঠিকভাবে চিনতে না পারাকে কী বলে?
ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে—i. চুলের প্রকৃতিii. মুখের দাঁতiii. চোখের রং
পাইরিমিডিন ক্ষারকের ক্ষেত্রে প্রযোজ্য-i. সাইটোসিনii. থায়ামিনiii. গুয়ানিন
দৌহিত রক্তকণিকায় উপস্থিত প্রোটিনসমূহ হলো-
i. α গ্লোবিউলিন
ii. γ গ্লোবিউলিন
iii. β গ্লোবিউলিন
জিনের উপর নির্ভর করে থ্যালাসেমিয়া কত প্রকার?
কোন কোষের গাঠনিক উপাদান হলো α ও β গ্লোবিউলিন ?
প্রোটিন ও নিউক্লিক এসিড সহযোগে কোনটি সৃষ্টি হয়?
ডারউইন-এর মতে জীবনে কয়টি পর্যায়ে সংগ্রাম করতে হয়?