ধ্বনি ব্যঞ্জনা বুঝাতে কোন দ্বিরুক্ত ব্যবহৃত হয়েছে?
তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল— এখানে ‘হায় হায়' দ্বিরুক্ততে কোনটি বোঝানো হয়েছে?
অনুভূতিজাত ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?
ঝিরঝির করে বাতাস বইছে— এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে?
কোনটি বস্তুর ধ্বনির অনুকার?
অথবা, ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?
নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ?
অথবা, ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি?
'পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির'- এ বাক্যে অব্যয়ের দ্বিরুক্তিটি বোঝাতে কী ব্যবহৃত হয়েছে?
কোন দ্বিরুক্তটি ধ্বন্যাত্মক?
অথবা, নিম্নের কোনটিতে ধ্বন্যাত্মক দ্বিরুক্তির প্রকাশ পেয়েছে?
কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ?
“চিকচিক্ করে বালি কোথা নাই কাদা”- এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
অথবা, “চিক চিক করে বালি কোথা নাহি কাদা”- এ বাক্যের দ্বিরুক্ত শব্দ— 'চিক চিক' কোন ধরনের পদ?
"কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ”- এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে। ব্যবহৃত হয়েছে?
পুনরায় আবৃত্ত হলে তাকে কী বলে?
পনুরাবৃত্ত দ্বিত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো—
“আমি আজ জ্বর জ্বর বোধ করছি”- এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী অর্থ বুঝানো হয়েছে?
অথবা, 'আমার জ্বর জ্বর লাগছে'- বাক্যে কোন অর্থে দ্বিরুক্ত শব্দের ব্যবহার হয়েছে?
“দেখেছ, তার কবি কবি ভাব।”- এ বাক্যে কী বুঝাতে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে?
অথবা, ‘মাহমুদের কবি কবি ভাব'- এখানে কবি কবি' কোন অর্থে দ্বিরুক্ত হয়েছে?
‘হাতে হাতে' শব্দটি কোন দ্বিত্বের উদাহরণ?
নিচের কোন শব্দটি পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ?
'কথায় কথায়' শব্দটি নিচের কোনটির উদাহরণ?
‘কত কত' শব্দটি কোন শব্দদ্বিত্বের উদাহরণ?