'মায়েঝিয়ে' কোন সমাস?
‘ঝড়বৃষ্টি' শব্দটির ব্যাসবাক্য হলো—
পোঁটলা ও পুঁটলি = পোঁটলা-পুঁটলি, কোন সমাসের উদাহরণ?
‘তুমি-আমি' কোন সমাসের উদাহরণ?
‘আসা-যাওয়া' সমস্তপদটি কোন সমাসের উদাহরণ?
‘ধীরেসুস্থে' শব্দটির ব্যাসবাক্য কোনটি?
'ভালো ও মন্দ = ভালোমন্দ'- এই বাক্যের ব্যাসবাক্যে সমস্যমান পদের সংখ্যা কতটি?
কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
নিচের কোন শব্দটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নিচের কোনটি?
'চলনে-বলনে' কোন সমাসের সমস্তপদ?
সমস্যমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে এরকম দ্বন্দ্ব সমাস কী নামে পরিচিত?
“সাহেব, বিবি ও গোলাম কোন দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য?
কর্মধারয় সমাসের কোন পদ প্রধান?
যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন সমাস বলে?
কোনটি 'পরপদ' প্রধান সমাস?
'গোলাপফুল' সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি?
'কাঁচা-মিঠা' কোন সমাসের সমস্তপদ?
‘খাসজমি' কোন সমাসের উদাহরণ?
কিছু কর্মধারয় সমাসের সমস্যমান পদে কোন যোজক ব্যবহৃত হয়?