কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?
‘ডিঙি' শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?
বৃহদার্থে 'আ' তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?
অথবা, বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
'আ' প্রত্যয়যোগে সমষ্টি অর্থে কোনটি ব্যবহৃত হয়?
আ-প্রত্যয়যোগে গঠিত ক্রিয়াবাচক বিশেষ্য কোনটি?
কোনটি আদরার্থে প্রত্যয়যুক্ত হয়েছে?
অথবা, ‘আদরার্থে’ আই প্রত্যয় যোগ হয়েছে কোন্ শব্দে?
কানু + আই = কানাই— শব্দে ‘আই’ প্ৰত্যয় কী অর্থে যুক্ত হয়েছে?
বিশেষণ গঠনে কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়?
'জাত' অর্থে 'আই' প্রত্যয় যোগ হয়েছে কোনটিতে?
'জাত' অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে?
জাত অর্থে 'ঈ' প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
কোন শব্দে বৃত্তি অর্থে 'ঈ' প্রত্যয় যুক্ত হয়েছে?
‘উমেদারী' কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?
অথবা, ‘উমেদারি’ শব্দে 'ই' প্রত্যয় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
কোনটিতে মালিক অর্থে ই/ঈ প্ৰত্যয় হয়েছে?
কোনটিতে বৃত্তি অর্থে ই/ঈ প্রত্যয় হয়েছে?
‘ঘরামি' শব্দটির প্রকৃতি-প্রত্যয় হলো—
কোনটিতে উপকরণ বুঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে?
অথবা, ‘উপকরণ’ বুঝাতে 'এ' তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে?
তদ্ধিত প্রত্যয় সাধিত কোন শব্দটি নৈপুণ্য বোঝাতে ব্যবহার হয়েছে?
নৈপুণ্য বুঝাতে ইয়া > এ প্রত্যয়ের উদাহরণ কোনটি?
কোনটিতে ‘যুক্ত' অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে?