ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়?
অথবা, ক্রিয়ামূল বা ধাতুর সাথে যখন কোন ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন ঐ ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলা হয়-
কৃৎ প্রত্যয়ের প্রকৃতিকে বলে-
প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ধাতু বা প্রকৃতি অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম-
কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে?
অথবা, কৃৎ প্রত্যয়ে সাধিত পদকে বলে -
‘গমন' কোন প্রত্যয় সাধিত শব্দ?
ধাতু কিংবা প্রাতিপদিকের সাথে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কী বলে?
অথবা, প্রকৃতির সাথে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কী বলে?
কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদি স্বর পরিবর্তিত হয়। এ পরিবর্তনকে কী বলে?
‘আধোয়া’ এর প্রকৃতি-প্রত্যয় হলো-
কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়?
√কাঁদ্ + অন'- কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?
কোনটি নিপাতনে সিদ্ধ কৃদন্ত শব্দ?
‘উপ্ত' এর সঠিক প্রকৃতি-প্রত্যয়-?
উক্ত-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
‘শান্তি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো-
‘করণীয়’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
‘মাতা' শব্দটির কোন বিশ্লেষণটি সঠিক?
অথবা, ‘মাতা’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোটি?
আ-কারান্ত ধাতুর পরে ণক প্রত্যয় যুক্ত হলে ধাতুর শেষে কী আসে?
কোনটি ‘ইন' প্রত্যয় যোগে গঠিত কৃদন্ত পদ?
'গাড়োয়ান' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয়-