'তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।'- এটি কোন বাক্যের উদাহরণ?
তুমি চেষ্টা করনি, তাই ব্যর্থ হয়েছ।— এটি হচ্ছে-
‘ভিক্ষুককে টাকা দাও।'- গঠনবৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি-
'কিছু লোক ভিক্ষা করে, ওদের টাকা দাও।'- গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হচ্ছে—
নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
‘সে এখানে এসে সব কথা খুলে বলল।'- এটি কোন বাক্য?
কোন কর্ম কারকে বিভক্তি যুক্ত হয় না?
'ফ্যানটা অনেক জোরে ঘুরছে।'- এ বাক্যের কর্তা-
যে বাক্যের ক্রিয়াবিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে কী বলে?
যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?
অথবা, সর্বদাই নাম পুরুষের ক্রিয়ার গঠন হয় কোন বাচ্যে?
কোন বাচ্যে কর্তা এবং কর্ম কোনোটিরই প্রাধান্য থাকে না?
কোন বাচ্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয়?
আমার যাওয়া হবে না- এটি কোন বাচ্য?
নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ?
'আমাকে পড়তে হচ্ছে'- বাক্যটি কোন বাচ্য?
'তার যেন আসা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?
নিচের কোন বাক্যে সঠিক যতিচিহ্নের ব্যবহার হয়েছে?
তিনি পড়েছেন বিজ্ঞান পেশা ব্যাংকার আর নেশা সাহিত্যচর্চা। এ বাক্যে 'বিজ্ঞান' ও 'ব্যাংকার' শব্দের পরে কোন যতিচিহ্ন বসবে?
বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে খামার প্রয়োজন নেই?
অথবা, কোন বিরাম চিহ্নটির বিরতিকাল নেই?
হাইফেনে (-) কতটুকু সময় থামতে হয়?