'আমি দেখেছি।'- বাক্যের ক্রিয়া পদটি কোন কালের?
‘আমি অঙ্কটি করেছি।'- বাক্যটির ক্রিয়া কোন কালের?
নিচের কোন বাক্যটি পুরাঘটিত বর্তমান কালের?
যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, উপদেশ, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে-
নিচের কোন বাক্যটি অনুজ্ঞা বর্তমান কালের?
ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাক্যটি কোন কালের?
“সন্ধ্যায় সূর্য অস্ত যায়”- উদাহরণটি কোন বর্তমান কালের?
এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে কোন কাল বলে?
আমি রোজ সকালে বেড়াতে যাই- বাক্যটি কোন কালের উদাহরণ?
বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। কোন কালের উদাহরণ?
কোন বাক্যটি ঐতিহাসিক বর্তমানের ক্রিয়াপদ দ্বারা গঠিত?
তিনি গতকাল হাটে যাননি- বাক্যটি কোন কালের?
কাব্যের ভণিতায় কোন কালের ব্যবহার হয়?
চণ্ডীদাস বলেন, “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”- এটি কোন কালের বাক্য?
ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি?
'চিন্তা কোরো না, কালই আসছি'- বাক্যটি কোন কালের?
‘নীরা গান গাইছে'- বাক্যটি কোন কালের উদাহরণ?
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।- এ বাক্যটি কোন কালের উদাহরণ?