কোনটি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ/প্রত্যয় কোনটি?
মানী পক্ষের বহুবচন করার সময় নিচের কোন লগ্নকগুলো যোগ করতে হয়?
উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলি?
'সদস্য' শব্দের সঙ্গে কোন লগ্নক যোগে বহুবচন সাধিত হয়?
‘লোকে কিনা বলে'- বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?
সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়?
শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে -এ বিভক্তির রূপভেদ হয়—
আ-কারান্ত শব্দের শেষে -এ বিভক্তির রূপভেদ-
শব্দের শেষে দ্বিস্বর থাকলে - এ বিভক্তির রূপভেদ হয়-
বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?
বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়?
বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন যেসব লগ্নক যুক্ত হয়; সেগুলোকে বলে-
বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কী বলে?
নিচের কোনগুলো বিভক্তি চিহ্ন?
'-য়' ‘য়ে' এই বর্ণদ্বয় বাক্যে কী চিহ্ন। হিসেবে পরিচিত?
বাংলা ভাষায় '-কে' ‘-রে' এই চিহ্নদ্বয়কে কী বলে?
পাগলে কী না বলে।- এই বাক্যে 'পাগল' শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?
সে ছেলেকে সঙ্গে নিয়ে গরু চরাতে গেছে।- এ বাক্যে 'ছেলে' শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে?
নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বিভক্তি কোনটি?