যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?
'সাইরেন বেজে উঠল' কোন ক্রিয়ার উদাহরণ?
সাইরেন বেজে উঠল— এখানে কী বুঝাতে যৌগিক ক্রিয়াটির ব্যবহার হয়েছে?
যৌগিক ক্রিয়ার গঠনে 'যা' ধাতুর ব্যবহারে ‘চা জুড়িয়ে যাচ্ছে' কোন অর্থের উদাহরণ?
“শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।”- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে—
'শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে'- কোন অর্থে যৌগিক ক্রিয়া হয়েছে।
সংবাদটি শোনামাত্র সে কেঁদে ফেললো।- এখানে ‘কেঁদে ফেললো' কোন ক্রিয়ার রূপ?
“কথাটা ছড়িয়ে পড়েছে”- যৌগিক ক্রিয়া গঠনে ‘পড়’ ধাতুটির কোন অর্থে ব্যবহার হয়েছে?
কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
কোন বাক্যে যৌগিক ক্রিয়া রয়েছে?
“এখন যেতে পার”- উদাহরণটি যৌগিক ক্রিয়ার কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ- এখানে ‘কলকলিয়ে’ দ্বিরুক্ত শব্দটি কোন পদ?
“তিনি চমৎকার বলতে পারেন”- বাক্যের ক্রিয়াটি-
অথবা, তিনি চমৎকার গাইতে পারেন- এ বাক্যে নিম্নরেখ পদটি কোন শ্রেণির ক্রিয়া?
‘পরীক্ষা' অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?
সে বই পড়ছে।- এ বাক্যে সকর্মক ক্রিয়া কোনটি?
কোন বাক্যটির ক্রিয়া সকর্মক?
নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?